বন্ধুরা/পাঠক ভাইরা, আমার এই লেখা মূলত আপনাদের জন্যেই..,, চোখের সাহায্যে কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায় এমন একটি ডিভাইস উদ্ভাবন করেছে সুইডেন-এর আই ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোল উদ্ভাবক প্রতিষ্ঠান টোবি। পিসিআই নামের এই ডিভাইসটি চোখের নড়াচড়া বিশ্লেষণ করে মাউস কমান্ডে রূপান্তর করতে পারে। সিবিট মেলায় দেখানো চোখের সাহায্যে ল্যাপটপ চালানোর প্রযুক্তির মতোই কাজ করে পিসিআই ডিভাইসটি। টোবি কর্তৃপক্ষ জানিয়েছে, ইউএসবি পোর্টের মাধ্যমে ডিভাইসটি কম্পিউটারের সেট করে মনিটরের সামনে বসেই চোখের সাহায্যে চালানো যাবে কম্পিউটার। ডিভাইসটির উচ্চ রেজুলিউশনের ক্যামেরা এবং অ্যালগরিদম চোখের প্রতিটি নড়াচড়া বিশ্লেষণ করে মাউসের কাজ করতে পারবে বলেই দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। জানা গেছে, ১৫ থেকে ২২ ইঞ্চি মাপের যেকোনো স্ক্রিনেই কাজ করবে ডিভাইসটি। ডিভাইসটির দাম পড়বে ৭ হাজার ডলার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।