এক ভাই বলছিলেন যা পারো লেখতে থাকো আমরা প্রায় সবাই সাধারণত পিসিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি।। উইন্ডোসের আগের ভার্সনগুলোর সাথে প্রায় সবাই পরিচিত। বেশ কিছুদিন আগে উইন্ডোজ তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ বাজারে এনেছে।। এটা শাট ডাউন করা বেশ ঝামেলার কাজ!! ডান পাশের চার্মস মেনু ওপেন করে সেখান থেকে সেটিং এ গিয়ে পিসি শাট ডাউন করতে হয়। এটা আমার কাছে বিরক্তিকর মনে হত। রাতে চুপে চাপে পিসি অন করলে কেউ যদি আমার রুমে আসত তাহলে পিসি অফ করতে গিয়ে ধরা পড়তাম বেশীরভাগ সময় এই সিস্টেম শেখার পরে এখন রুমে কেউ আসার শব্দ পাইলে সাথে সাথে মনিটর অফ করে কিবোর্ড ইউস করে কম্পু শাট ডাউন করে সোজা পড়ার টেবিলে ট্রান্সফার হই তাই ভাবলাম সবার সাথে শেয়ার করা উচিৎ.। অন্যদেরও কাজে লাগতে পারে কিবোর্ড দিয়ে শাট ডাউন করতে হলে উইন্ডোজ +D , এরপর Alt+F4 প্রেস করলে শাট ডাউন ডায়ালগ আসবে, এরপর Enter প্রেস করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।