আমাদের কথা খুঁজে নিন

   

দীপু মনি বলেন, ‘ইকোনমিস্টের লজ্জাজনক এই প্রতিবেদন বাংলাদেশের জনগন প্রত্যাখ্যান করবে"...কিন্তু সত্যি কি জনগণ প্রত্যাখ্যান করবে?

ব্রিটেনের প্রভাবশালী সাপ্তাহিক পত্রিকা ‘দ্য ইকোনমিস্ট’ বাংলাদেশ ও ভারত সম্পর্কিত একটি প্রতিবেদন নিয়ে সরকারের ভিতরে চলছে ব্যাপক তোলপাড়। ইকোনমিস্টের সর্বশেষ সংখ্যায় 'ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এম্ব্রেস্যাবল ইউ'(Embraceable You) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভূরাজনৈতিক স্বার্থে প্রতিবেশীদের সঙ্গে ভালো সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত। গত ৩০ জুলাই দ্য ইকোনমিস্টের সর্বশেষ সংখ্যায় ‘ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এমব্রাসেবল ইউ’ (Embraceable You) শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক, মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন নিয়ে নানা বোম ফাটানো মন্তব্য করা হয়। ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, 'দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ঝামেলায় থাকা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ইতিবাচকতার দিকে উল্লেখযোগ্য মোড় নিয়েছে- যারা বাইরে আছে তাদের এটি খুব একটা চোখে পড়ছে না। 'ভারতীয় অর্থ এবং পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ফুটতে শুরু করে।

' ইকোনমিস্টের প্রতিবেদনে সম্প্রতি ভারতকে দেয়া ট্রানজিট বিষয়ে বলা হয়েছে, 'সেনাবাহিনীর লোকজনসহ ঢাকার অনেকেই সন্দেহ করে এটি [ট্রানজিট] ভারতের জন্য একটি নিরাপত্তা করিডোর তৈরির জন্যই [হচ্ছে]। ' এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন ডাঃ দিপু মনি। তিনি বলেন, ‘ইকোনমিস্টকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আমরা খুব বিশ্বাস করতাম। তাদের মতো একটি পত্রিকা এভাবে একটি দেশ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবে এটা সাংবাদিকতার জন্য খুবই লজ্জাজনক। ’ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এই প্রতিবেদন হল ভাগ্যের নির্মম পরিহাস।

কারন অতীতে বিএনপি সরকারের আমলে এই ইকোনমিস্টের প্রতিবেদনগুলোকে আপনারা বাইবেল থেকেও বেশী বিশ্বাস করতেন। এসব প্রতিবেদন নিয়ে মানুষের কাছে হাজির হতেন। করতেন সেমিনার। আজকে যখন আপনাদের বিরুদ্ধে "ইকোনমিস্ট" প্রতিবেদন করলো তখন এসব খারাপ, জনগণ বিশ্বাস করবেনা বলছেন। হা হা হা।

জনগণ আসলে সব বুঝে। আপনাদের সাম্প্রতিক ভারত মাখামাখিতে জনগণ যে কি পরিমাণ বিরক্ত তা আপনারা আপনাদের এসি অফিস আর ঢাকা দিল্লির আরামদায়ক ভ্রমন এ থেকে জানা সম্ভব নয়। বাস্তবে আসুন। ক্ষতি অনেক কম হবে। ‘দ্য ইকোনমিস্ট’, বাংলানিউজ ২৪ এবং বিডি নিউজ এর সুত্রে লেখা।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.