আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারভিউ : দীপু হাজরা

গভীর কিছু শেখার আছে ....

একুশে টিভিতে পুরো রমজানব্যাপী প্রতিদিন সন্ধ্যা ৬-২০ মিনিটে প্রচারিত হচ্ছে নাটিকা "রোজাদার"। এটি পরিচালনা করেছেন দীপু হাজরা। সম্প্রতি কথা হলো তার সঙ্গে- "রোজাদার" নাটিকা সম্পর্কে বলুন? একুশে টিভির জন্য পুরো রমজান মাসে প্রচারের উদ্দেশ্যে ৩০ পর্বের নাটিকা 'রোজাদার'। মূলত রোজার নিয়ম-কানুন কোরান-হাদিসের আলোকে এই নাটকে তুলে ধরা হচ্ছে। নাটিকাটির সব কয়টি পর্বতে অভিনয় করেছেন ড. এনামুল হক ও মীরানা জামান।

ঈদের কাজ কী কী করলেন? ঈদে প্রথমবারের মতো সেলিব্রেটিদের নিয়ে ঈদ প্রেজেন্টেশন তৈরি করেছি। একুশে টিভির ৬ দিনের ঈদ অনুষ্ঠান ঘোষণা করবেন যথাক্রমে- মৌসুমী ও ওমর সানি পরিবার, নিপুণ ও তাঁর পরিবার, ফাহমিদা নবীর পরিবার, রিজিয়া পারভীনের পরিবার, ফাতেমা- তুজ-জোহরার পরিবার এবং তানিয়া ও এস আই টুটুল পরিবার। এছাড়া গত বছরের ঈদের ধারাবাহিকতায় এবারেও ঈদের জন্য দু'টি নাটক নির্মাণ করেছি। একুশে টিভির জন্য নির্মিত নাটক দু'টি হলো 'শাপলা স্টুডিও' এবং 'ফাঁকা'। বৃন্দাবন দাশের রচনায় 'শাপলা স্টুডিও' ঈদের দিন এবং ফজলুল হক আকাশের রচনায় 'ফাঁকা' ঈদের ৬ষ্ঠ দিন প্রচারিত হবে।

'শাপলা স্টুডিও' নাটকটি সম্পর্কে বলুন। 'শাপলা স্টুডিও' নাটকটি বর্তমান সময়ের সামাজিক সমস্যা ইভটিজিং নিয়ে নির্মিত হয়েছে। পুবাইলে ব্যাপক পরিসরে নাটকটির শূটিং করা হয়। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নওশীন, আরফান আহমেদ, আ খ ম হাসান প্রমুখ। নাটকটি ঈদের দিন রাত ৯-৩০ মিনিটে একুশে টিভিতে প্রচারিত হবে।

টিভি মিডিয়ায় আপনার শুরু সম্পর্কে বলুন। টিভি মিডিয়ায় আমার শুরুটা মূলত অভিনয় দিয়ে। বিটিভির এনলিস্টেড অভিনেতা আমি। বিটিভিতে 'নিশীথে', 'নারী', 'স্রোতধারা', 'প্রতিকৃতি', 'দুই যোদ্ধা', এটিএন বাংলায় 'আকাশের চোখে বৃষ্টি', চ্যানেল আইতে 'তবু যেতে হয়', বৈশাখীতে 'আকাশে শিলা বৃষ্টি' প্রভৃতি নাটকে অভিনয় করেছি। মঞ্চে কাজ করেছেন? হ্যাঁ, আমি নিজেকে মঞ্চের মানুষ হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করি।

কারণ আমার শুরুটা মঞ্চ দিয়েই। ১৯৯৫ নালে নাগরিক নাট্যাঙ্গনে জড়িত হওয়ার মাধ্যমে আমার মঞ্চে কাজ করা শুরু। মঞ্চ নাটকে অভিনয়ের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করতাম। দৈনিক জনকন্ঠে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।