অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! এর আগে আমরা একাধিক গণিত কর্মশালা করেছি। ফোর-ফাইভের শিক্ষার্থীদের জন্য সেটা করেছিলাম। আমরা আবার একটি কর্মশালা করবো, এটিও ছোটদের জন্য। তবে, যারা গণিতে ভাল তাদের জন্য নয়।
যারা ক্লাশে ততোটা সুবিধা করতে পারে না, হয়তো ভিত্তিতে ঝামেলা নয়তো অহেতুক কোন ভয় তাদের জন্য। এটি তাই একটা ভয় তাড়ানিয়া কর্মশালা বলা যায়। ফাইভ আর সিক্সের শিক্ষার্থীরা আসতে পারবে। শুক্রবার ৫ তারিখ থেকে এটি শুরু হবে।
প্রতি শুক্র, শনি আর মঙ্গলবার সকাল ৯.৩০ এ ক্লাশ হবে বিডিওএসএন অফিসে।
আমি আর সুবিন ক্লাশগুলো নেবো। জয়দীপ সুমন আমাদের সহায়তা করবে।
প্রথম দিন একটা ডায়াগোনস্টিক টেস্ট হবে। তারপর ক্লাশগুলোতে আমরা সংখ্যাপাতন, সংখ্যারেখা, ভগ্নাংশ ও অনুপাত, গড়, আকারসহ নানাবিধ বিষয় আমরা কভার করার চেষ্টা করবো। ক্লাশ কমবেশি দেড়ঘন্টা হতে পারে।
আমাদের ধারণা ১২টি ক্লাশে আমরা একটা ধারণা দিতে পারবো যা হয়তো ওদের কাজে লাগবে।
কারা করবে : যারা ক্লাশের পরীক্ষায় ৬০ এর নিচে পায়। যাদের আগ্রহ আছে। যাদের আগ্রহ নেই, বাবা মা জোর করে আমাদের ওখানে নিয়ে আসবে তাদের জন্য এই ক্লাশটা ঠিক হবে না। কারণ আগের একটি কর্মশালায় এরকম একজনকে আমরা পেয়েছিলাম যে কীনা খালি বাবা মার কারণে সেখানে এসেছে।
ওর তেমন কাজে লাগে নি।
আবার এ কর্মশালাটি এমন যে, সেখানে অনেক হোমওয়ার্ক করতে দেওয়া হবে। সেগুলো শিক্ষার্থীদের নিজে নিজে করতে হবে, পারলে পারবে, না পারলে নাই। কিন্তু, কারো সাহায্য নেওয়া যাবে না। এই বিষয়টি বাবা-মাকে খেয়াল করতে হবে।
কারণ এই কর্মশালায় কোন পাস ফেল বা জিপিএ ফাইভ নাই। কাজে, অসুস্থ কোন প্রতিযোগিতা করা যাবে না।
এ সব বিষয় মাথা রেখে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবে।
আগের কর্মশালার অংশগ্রহণকারীদের আসার দরকার নেই।
রেজিস্ট্রেশনের বিষয়- আষয় এখানে জানা যাবে।
আগের কর্মশালার বৃত্তান্ত
খুদেদের জন্য গণিত কর্মশালা-১
খুদেদের জন্য গণিত কর্মশালা-২
খুদেদের জন্য গণিত কর্মশালা-৩
খুদেদের জন্য গণিত কর্মশালা-৪
খুদেদের জন্য গণিত কর্মশালা-৫
খুদেদের জন্য গণিত কর্মশালা-৬
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।