আমাদের কথা খুঁজে নিন

   

খুদেদের জন্য গণিত কর্মশালা-১

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

গতকাল থেকে আমাদের কাজী মোতাহার হোসেন গণিত কর্মশালা শুরু হয়েছে। জুনিয়র বিভাগে শিক্ষার্থী কম হওয়ায় সেটি করা যাচ্ছে না। তবে, চতুর্থ আর পঞ্চম শ্রেণীর ১১জনকে নিয়ে আমাদের ক্লাশ শুরু হয়েছে। কাল ছিল প্রথম দিন।

নিজেদের মধ্যে ওরা পরিচিত হয়েছে। এই কর্শালায় আমরা নিচের বিষয়গুলো দেখবো- ১. সংখ্যা - পাতন, ভালবাসা ২. সংখ্যার বিভাজ্যতা ৩. উতপাদক ৪. মৌলিক সংখ্যা ৫. গুনাগুনি ৬. ভাগাভাগি ৭. গড় ৮. ঐকিক নিয়ম তবে, আমাদের ক্লাশের একটি জরুরী উপাদান হলো মার্বেল। মার্বেল এর মাধ্যমে সংখ্যার মূল বিষয়গুলো আমরা করাবো। ক্লাশ হবে শুক্রবার সকাল আর শনিবার বিকেলে। আগামী ক্লাশ থেকে সিলেবাস ধরে ক্লাশ শুরু।

কাজে আরো যারা আগ্রহী তাদের এখনো রেজিস্ট্রেশনের সুযোগ আছে । ক্লাশ সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করার চেষ্টা করবো। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।