আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার পথে(পর্ব ১৬) -- বান্দরবানের ৬টি স্পট হয়ে জাদিপাই, ক

চক্ষু মেলিয়া তাকানোর পর থেকে খালি বাঁদরামি করি যাহা দেখি সবই নয়া লাগে , , পাখির মতো মন হলেও,কলিজা বাঘের মতো , মানুষের মতো খালি দেখতে তে তে তে অনেক জল্পনা কল্পনা পর অবশেষে রউনা দিলাম বাংলাদেশের সুইজারল্যান্ড বান্দরবানের পথে । অনেকে যাওয়ার জন্য লাফালাফি করলেও শেষ পর্যন্ত গেলাম ৪ জন মিলে । এই থেকেই বোঝা যায় দেশের তরুণরা সব প্রফেশনাল হয়ে যাচ্ছে , লাভ ছাড়া এক কদম ও না । বান্দরনবান যাওয়ার জন্য ৬-৮ জনের দল ভালো । কারণ খরচ কম পরবে ।

হোটেলের ডবল বেডের রুম গুলোতে ৬ জন থাকতে পারবেন । চান্দের গাড়ি গুলোতে ১০ জন বেশ ভালো ভাবেই বসতে পারবেন । পাহাড়িরা ২০-২৫ জন করে উঠে । যাই হোক , ১৭ মার্চ ২০১২ , সায়দাবাদ শ্যামলি বাস কাউনটার থেকে আমরা ৪ জন রউনা দিলাম সকাল সাড়ে ৯ টায় । বাস ভাড়া ৫৫০ টাকা করে ।

বাসের অবস্থা খুব ভালো না হলেও খারাপ না । ইচ্ছা ছিল ট্রেন করে যাব । রাতে ট্রেন এ রউনা দিয়ে সকালে চট্টগ্রাম , এরপর বহদ্দার হাট থেকে পুরবানি বাসে ১০০ টাকা করে বান্দারবান । কিন্তু তা আর হোল না । নন এসি বাস গরমে অবস্থা পুরাই তামা তামা ।

সাথের ৩ জন গালাগাল অনেক্ষন ধরে করছে আমাকে , যদিও তারা জানে এছাড়া আর কোন উপায় নাই , , এ সি তে এত টাকা ভাড়া দিয়ে যাওয়ার পাত্র আমরা না । বান্দরবান যে এত দূর তা আগে জানা ছিল না । পথ যেন আর শেষ হয় না । রাস্তায় মাত্র একবার যাত্রা বিরতি । অবশেষে ৩৪৪ কিমি এর এই যাত্রা বিকাল ৫:৩০ টায় শেষ হোল , , হাফ ছেড়ে বাঁচলাম ।

কাউনটারে নেমে দেখা হল , বন্ধু লিফানের ৪ জন বড় ভাইয়ের সাথে , যারা সদ্য জাদিপাই হয়ে এসেছে । তাদের থেকে তেমন কোন তথ্য পেলাম না । আস্তে করে ক্লান্ত শরীরে উঠলাম ব্যাটারির গাড়িতে , নামলাম বাজারে । এবার হোটেল খোঁজার পালা , খোঁজ !! খোঁজ !! । যা অবস্থা ২ টাই বেশ ভালো হোটেল আছে ।

হোটেল পুরবানি ০১৫৫৮ ৬৪২ ৭৪৩ ফুল বুক , আমরা উঠলাম এর উল্টা দিকে হোটেল পাহারিকা । ডবল বেডের রুম ৭০০ টাকা, অনেক মুলামুলি করে । কৃতিত্ব পুরাই লিফান আর তানভিরের । ম্যানেজারকে ইমোশনাল ব্লাকমেইল করে হাতিয়ে নেয়া হয়েছে । রুম এ টিভিও আছে ।

ছোট্ট করে দেখে নেন রুমের খোমাটা গোসল সেরে বের হলাম খেতে , , আমরা হায়েনার মত ক্ষুধার্ত । মোটামুটি ভালো একটা হোটেলে গেলাম , , তাজিংডং নামের খুব ভালো একটা খাওয়ার হোটেল আছে । বেশি খেতে পারলাম না , , কেমন কেমন জানি লাগে , বিল দিলাম জনপ্রতি ১০০ টাকা , ভাত মাংস ডাল ভর্তা সবজি খাওয়া শেষে বের হলাম গাড়ি ঠিক করার জন্য । কয়েকজন জিপ ড্রাইভারের সাথে কথা হোল । তারা সবাই ভাড়ার বেপারে একজোট ১০০ টাকা ও কেও কম না , , এখন এলাকার এমপি এই ভাড়া নির্ধারণ করে দিয়েছে ।

৬ টি স্পট স্বর্ণমন্দির*মেঘলা*নীলাচল*চিম্বুক*শৈল প্রপাত*নীলগিরি = ৪৮০০ টাকা । আমরা ঠিক করলাম এই ৬ টি স্পট ঘুরে জিপ আমাদের নামাবে কাইক্ষঝিরি অর্থাৎ রুমা যাওয়ার জন্য ঘাটে । তাই ভাড়া হল ৬০০০ টাকা । ৭৫০০ পর্যন্ত অনেক দাবীদার ছিল । যদি কেওকারাডং বা জাদিপাই যান তবে রুমা হয়েই যেতে হবে , তাই জিপ ড্রাইভারের সাথে সব কিছু ক্লিয়ার করে নিবেন ।

জিপ উপরে খোলা দেখে নিবেন , তাহলে মজা বেশি পাবেন , উপরে বসতে পারবেন , বৃষ্টি এলে আবার ত্রিপাল লাগান যায় । এই দেখেন আমাদের গাড়ি খানা জাহাঙ্গীর আলম - ০১৭১৪৪৮৮২১৭ ( উপরে তার গাড়ি ) আরিফ - ০১৮২২৯৩৮৬০৪ এবার মুচি খোঁজার পালা , , লিফান দাদার প্রিকিউসন । প্রাণপণে খুঁজার পর যা দেখলাম তা হল এখানে সব মুচিরা লাইন ধরে বসে আছে । সবার জন্য জায়গা ভাগ করা । সেলাই শেষে ব্যাটারির গাড়িতে উঠলাম , শহর টা ঘুরে দেখার জন্য ।

এখানে একটা সাংস্কৃতিক কেন্দ্র আছে , প্রতি শুক্রবার সন্ধায় পাহাড়ি নাছ গান হয় , কিন্তু আজতো শুক্র বার না !! , , এবার গেলাম একমাত্র সিনেমা হলে , , বনশ্রী সিনেমা হল , , কিন্তু সিনেমা দেখা হল না , পুরান সিনেমা , , ২০ ও ৩০ টাকা টিকেট , , সিনেমা ও দেখলাম না , কিছু তো করা লাগে ঐ গাড়ি দিয়েই কিছুক্ষন ঘুরার পর ড্রাইভেরকে বললাম , , ,হোটেল পাহারিকা যাও , , বেক্কল টা করল কি পাহারিকা গেস্ট হাউজে নিয়ে গেল , , বেশ রাত , চারিদিক নিসছুপ , , এত বড় বাঁশ ব্যাটারির চার্জ শেষ , সেই সময় কি যে মেজাজ টা খারাপ হইছিল , একটু ভয় ও পেয়েছিলাম , , কট খাইলাম নাকি আবার , , আল্লাহ আল্লাহ করতে করতে ব্যাটারিতে একটু চার্জ জমা হলে খুড়িয়ে খুড়িয়ে কোন মতে পৌঁছালাম হোটেলে । ফাযিলটাকে ২০০ টাকা ফাউ দিলাম । ( চলবে ) কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ , বানান ভুল ক্ষমা করবেন । বাংলার পথে(পর্ব ১৭) -- বান্দরবান টু জাদিপাই, খ বাংলার পথে(পর্ব ১৮) -- বান্দরবানের ৬টি স্পট হয়ে জাদিপাই, গ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.