আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবানের লামা উপজেলার পাহাড়ী পাড়াসমূহের তালিকা

'জীবন' হলো এক কাপ গরম চা আর একটা জ্বলন্ত বেনসনের মতো। গরম চা একসময় জুড়িয়ে যাবে, বেনসনের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে। বান্দরবানের লামা উপজেলায় ৬ টি ইউনিয়ন রয়েছে: আজিজ নগর, গজালিয়া, সরই, রূপসীপাড়া, ফাঁসিয়াখালী এবং লামা পৌরসভা। পার্বত্য এ এলাকার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে যেতে হবে মারমা, মুরং, ত্রিপুরাসহ আরও অনেক আদিবাসীদের পাড়াতে। বেশ কিছু এলাকা রয়েছে যেখানে যাতায়াত ব্যবস্থা মোটামুটি ভালো।

আবার এমন অনেক দুর্গম এলাকা রয়েছে, যেখানে হেঁটে যেতেই দীর্ঘ সময় লেগে যায়। পার্বত্য এলাকা লামা ঘুরে আমি ভ্রমণ পিপাসুদের জন্যে একটি এলাকা ভিত্তিক তালিকা তৈরি করেছি। তালিকার অন্তর্ভূক্ত প্রতিটি জায়গাই অসম্ভব সুন্দর। কিন্তু দুর্গম এলাকাগুলোতে যাওয়াটা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। কাজেই, এই লিস্ট থেকে সিদ্ধান্ত নিতে পারেন কোন কোন স্থানে যাওয়াটা আপনার জন্যে সুবিধাজনক হবে।

নিচের বর্ণিত প্রতিটি স্থানই লামা পৌরসভার গজালিয়া স্ট্যাণ্ড থেকে যেতে হবে। শুধুমাত্র গজালিয়া ইউনিয়নের 'ধলাপাড়া' এবং সরই ইউনিয়নের 'কাপ্রু পাড়া' যেতে হলে থানচী হয়ে যেতে হবে। সঙ্গে স্থানীয় গাইড থাকাটা অত্যাবশ্যক। রূপসীপাড়া ইউনিয়ন (যাতায়াত সুবিধাজনক) ১. নয়া পাড়া ২. ছিদ্দিক পাড়া ৩. দরদরী গগন মাস্টার পাড়া ৪. উ: দরদরী নয়াপাড়া ৫. দোহ্লা অং পাড়া ৬. বালুচড় পাড়া ৭. মং শৈ প্রু“ পাড়া ৮. চেয়ারম্যান পাড়া ৯. ইব্রাহিম লিডার পাড়া ১০. পুকুরিয়া খোলা ১১. মাস্টার পাড়া ১২. বৈদ্যভিটা ১৩. তৈল্য ভিটা ১৪. দুলং পাড়া ১৫. শিলের তুয়া পাড়া ১৬. অংহ্লা পাড়া ১৭. ভদ্রসেন পাড়া ১৮. দরদরী বড়–য়া পাড়া ১৯. দরদরি মারমা পাড়া ২০. ব্যম মুখ পাড়া ২১. দরদরী নয়া পাড়া ২২. হাছাই পাড়া ২৩. চিয়নি পাড়া ২৪. দরদরী মুসলিম পাড়া ২৫. রূপসী বাজার পাড়া ২৬. পুলিশ ক্যাম্প পাড়া ২৭. চাইংগ্য পাড়া ২৮. ও পি পাড়া ২৯. গাজী পাড়া ৩০. উথোয়াই মং পাড়া রূপসীপাড়া ইউনিয়ন (যাতায়াত অসুবিধাজনক/দুর্গম এলাকা) ১. মংসুপ্রু“ পাড়া, জামালপুর পাড়া ২. টেয়ার ঝিরি পাড়া ৩. রূপসীমং পাড়া/হামুক ঝিরি পাড়া ৪. পোনাও পাড়া ৫. চলম ঝিরি পাড়া ৬. কলার ঝিরি পাড়া ৭. কম্পন পাড়া ৮. অম্ভই পাড়া ৯. মেনথই পাড়া ১০. লুলিং মুরং পাড়া ১১. ডলুর ঝিরি পাড়া ১২. বুলু মেম্বার পাড়া ১৩. মাইক্ষ্য পাড়া ১৪. রাজা পাড়া ১৫. বাবু পাড়া ১৬. হেডম্যান পাড়া ১৭. রেয়ং পাড়া ১৮. নুরালী মুন্সী পাড়া ১৯. চিংকুম পাড়া ২০. মুরং ঝিরি পাড়া ২১. অংহ্লাডুবি পাড়া ২২. ব্যাঙ ঝিরি পাড়া ২৩. লামা আগা পাড়া ২৪. টিয়ার ঝিরি পাড়া-২ ২৫. সামাই ছড়ি পাড়া ২৬. দো ছড়ির মুখ/বেতছড়া পাড়া গজালিয়া ইউনিয়ন (যাতায়াত সুবিধাজনক) ১. গজালিয়া বাজার পাড়া ২. নাপিতার ঝিরি পাড়া/তারার ঝিরি পাড়া ৩. সাপমারা ঝিরি ৪. হারুণ পাড়া ৫. মোহাম্মদ পাড়া ৬. ছোট বমু ৭. খৃজ্জা নুনী ৮. গতিরাম পাড়া ৯. দুর্জবন পাড়া ১০. আখিরাম পাড়া ১১. বরুই ঝিরি মুসলিম পাড়া ১২. আটমাইল/দশ মাইল ১৩. উজিবোম পাড়া ১৪. ক্যহ্লাচিং পাড়া ১৫. হেডম্যান পাড়া ১৬. গাইগা পাড়া ১৭. বাঁইশ পাড়ি পাড়া ১৮. নয়া মার্মা পাড়া ১৯. বাঁইশ পাড়ি হেডম্যান ২০. মোহাম্মদ পাড়া ২১. বাজার পাড়া ২২. ডেকি ছড়া ২৩. বড় পাড়া ২৪. চর পাড়া ২৫. লুলাইং মুসলিম পাড়া ২৬. বাতেন টিলা গজালিয়া ইউনিয়ন (যাতায়াত অসুবিধাজনক/দুর্গম এলাকা) ১. বটতলী পাড়া ২. হামাইরচর পাড়া ৩. উপর মংহ্লা পাড়া ৪. মাঝের মংহ্লা পাড়া ৫. হেডম্যান পাড়া ৬. কচু ছড়া পাড়া ৭. চিন্তাবত পাড়া ৮. তলই পাড়া ৯. কালাবর পাড়া ১০. বুচা পাড়া ১১. অলক পাড়া ১২. প্রঙ্গ পাড়া ১৩. জামিনি পাড়া ১৪. ময়ূর পাড়া ১৫. চাইল্লার ঝিরি পাড়া ১৬. দু ছড়ির মুখ ১৭. কাইম্পা পাড়া ১৮. ধলা পাড়া ১৯. চিয়ন মুরং পাড়া ২০. বরুই ঝিরি মার্মা পাড়া ২১. হাফজাই পাড়া ২২. রেয়ংসে পাড়া ২৩. অংবং পাড়া ২৪. নাজিরাম/বঙ্গ পাড়া ২৫. রেসাংগ্য পাড়া ২৬. তহঙ্গই পাড়া ২৭. কুইল্যো পাড়া ২৮. পাইন্নাস্যা খাল পাড়া ২৯. জৈয়তুন পাড়া ৩০. তেষর ঝিরি পাড়া/আরাপোরা ঝিরি পাড়া ৩১. উথোয়াইসং পাড়া ৩২. তুলাতুলি মুরং পাড়া ৩৩. তুলাতুলি মার্মা পাড়া ৩৪. লেমুর ঝিরি চাকমা পাড়া ৩৫. রিয়ং পাড়া ৩৬. চাইল্যা ঝিরি ৩৭. আরপোরা ঝিরি/কাংচারি পাড়া আজিজনগর ইউনিয়ন (যাতায়াত সুবিধাজনক) ১. সাত্তার ম্যাচ কলোনী ২. চেয়ারম্যান পাড়া ৩. নার্সারী পাড়া ৪. মিশন পাড়া-১ ৫. মিশন পাড়া-২ ৬. মুসলিম পাড়া ৭. হিমছড়ি পাড়া ৮. আজিজ ফ্যাক্টরী পাড়া ৯. উত্তর আজিজনগর পাড়া ১০. সন্দীপ পাড়া ১১. হাতির ডোরা পাড়া ১২. ফাইতং হেডম্যান পাড়া ১৩. মংফোথোয়াই মেম্বার পাড়া ১৪. বড় মুসলিম পাড়া ১৫. ধুইল্ল্যা পাড়া ১৬. জাহেদ পাড়া আজিজনগর ইউনিয়ন (যাতায়াত অসুবিধাজনক/দুর্গম এলাকা) ১. মল্লাঝিরি পাড়া ২. মালিচাঁন পাড়া ৩. সোনাইছড়ি ৪. পোলাউ পাড়া ৫. খামারঘর ঝিরি ৬. ক্যচিং কারবারী ৭. বার্জা মুসলিম পাড়া ৮. ক্রাচুয়ং মুরং পাড়া ৯. বাছুড়ী পাড়া ১০. আংরাতলী পাড়া ১১. গিয়াস পাড়া ১২. সরোয়ার পাড়া ১৩. কুদ্দুস পাড়া ১৪. হরিণ খাইয়া পাড়া ১৫. ফাদুর ছড়া ১৬. বাঙ্গালী পাড়া ১৭. রোয়াজা পাড়া ১৮. কারিয়ান পাড়া ১৯. হরিণমারা ২০. নয়াপাড়া ২১. খেদারবান ২২. সুতাবাদী ২৩. বুড়ির চিকন পাড়া ২৪. সিউবতলী পাড়া ২৫. রাঙ্গাঝিরি ২৬. তেলুনিয়া ২৭. লেমুর ঝিরি ২৮. গরুর লোডা ২৯. আমতলী পাড়া সরই ইউনিয়ন (যাতায়াত সুবিধাজনক) ১. বাজার পাড়া ২. সাহা পাড়া ৩. পুলাং পাড়া ৪. ঝটকা বুনিয়া ৫. হাবিবুর রহমান পাড়া ৬. সালাম পাড়া ৭. আমির হামজা ৮. হাসনা পাড়া ৯. কুতুবদিয়া পাড়া ১০. হেডম্যান পাড়া ১১. লম্বাখোলা ১২. বাসুরী পাড়া ১৩. ফুলার আগা ১৪. টংগা ঝিরী পাড়া ১৫. কম্পোনিয়া ১৬. কালাম বক্স ১৭. গফুর বাগান সরই ইউনিয়ন (যাতায়াত অসুবিধাজনক/দুর্গম এলাকা) ১. ফুইট্যা ঝিরি ২. কেয়াবুনিয়া ৩. ধুমছা পাড়া ৪. বটতলী পাড়া ৫. দেরাডা মিয়া ৬. ঢেঁকির ছড়া ৭. চিওর ছড়া ৮. ফরদান ঝিরি ৯. গয়াল মারা ১০. মেরিডিয়ান ১১. আন্দারী জামালপুর ১২. ধুইল্যা ১৩. আমতলী পাড়া ১৪. কালাইয়া পাড়া ১৫. কমলা খোলা ১৬. ছবিচন্দ্র পাড়া ১৭. গাজন পাড়া ১৮. জগচন্দ্র পাড়া ১৯. বেতছড়া ২০. কাপ্র“পাড়া ২১. হেজা পাড়া ২২. পালং মুখ ২৩. লোহার ঝিরি ২৪. জোয়ারইগা ২৫. ছালা পাড়া ২৬. বাঙ্গালী পাড়া ২৭. লাংগি পাড়া (হেডম্যান পাড়া) ২৮. ব্যাঙ পাড়া ২৯. আমতলী পাড়া ৩০. মংলাই পাড়া ৩১. নয়া পাড়া ৩২. টুইন্যা পাড়া ৩৩. কিল্লার ছড়া  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.