আমি তাই বলি যা আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর জন্মদিনে তার অসমাপ্ত আত্মজীবনী থেকে একটা অংশ নিচে তুলে ধরলাম...
১৯৫৪ এর নির্বাচনের সময়ের কথা এইটা..
" জামান সাহেব ও মুসলিম লীগ যখন দেখতে পারলেন তাদের অবস্থা ভালো না, তখন এক দাবার ঘুঁটি চাললেন। বড় বড় আলেম, পীর ও মাওলানা সাহেবদের হাজির করালেন। গোপাল গঞ্জে আমার নিজের ইউনিয়নে পূর্ব বাংলার এক বিখ্যাত আলেম মাওলানা শামছুল সাহেব জন্মগ্রহণ করেছেন। আমি তাকে ব্যাক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। তিনি ধর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন।
আমার ধারণা ছিল , মাওলানা সাহেব আমার বিরুদ্ধাচরণ করবেন না। কিন্তূ এর মধ্যে তিনি মুসলিম লীগে যোগদান করলেন এবং আমার বিরুদ্ধে তিনি ইলেকশনে লেগে পরলেন। ঐ অঞ্চলের মুসলমান জনসাধারণ তাকে খুবই ভক্তি করতো। মাওলানা সাহেব ধর্ম সভায় ফোতয়া দিলেন আমার বিরুদ্ধে যে, 'আমাকে ভোট দিলে ইসলাম থাকবে না, ধর্ম শেষ হয়ে যাবে'.সাথে শর্শিনার পীর সাহেব, বর্গুনার পীর সাহেব, শিবপুরের পীর সাহেব, rohmotpurer শাহ্ সাহেব আমার বিরুদ্ধে নেমে পড়লেন এবং যত রকম ফোতয়া দেওয়া যায় তাহা দিতে কৃপণতা করলেন না। নির্বাচনে দেখা গেলো ওয়াহিদুজামান সাহেব প্রায় দশ হাজার ভোটে পরাজিত হয়েছেন।
মাওলানা সাহেব পরবর্তীতে ভুল বুঝতে পেরে সক্রিয় রাজনীতি থেকে সরে পড়েছিলেন। "( পৃষ্ঠা :- ২৫৬ - ২৫৭) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।