মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি সামু'র একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে সাহায্য চেয়ে পোস্ট দিলে অনেক জটিল সমস্যার খুবই কার্যকর সমাধান দ্রুততম সময়ে পাওয়া যায়। আমি একাধিকবার এমন সাহায্য সামুর ব্লগারদের নিকট থেকে পেয়েছি। আমি সাতক্ষীরা-তে থাকি এবং একটি ভিন্ন ধরণের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ।
স্কুল সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করতে পারেন
আমি গ্রামীণফোনের আনলিমিটেড, লিমিটেড উভয় ইন্টারনেট সংযোগই ব্যবহার করি। কিন্তু বর্তমানে(গত ১০/১২দিন) আমারা স্কুল বিল্ডিং-এ কোন সংযোগই পাচ্ছে না।
এর মধ্যে সাতক্ষীরায় অবশেষে এসেছে বিটিসিএল-এর দ্রুতগতির ই.নেট সংযোগ। এখনও পর্যন্ত একটি মাত্র প্রতিষ্ঠানের কানেকশন দিয়েছে। আমি দ্বিতীয় জন হিসেবে নিতে যাচ্ছি। আমার পছন্দ ১মেগাবিট গতির আনলিমিটেড প্যাকেজটি(এডিএসএল-এর)। এর মাসিক চার্জ ভ্যাট বাদে ২২০০টাকা।
আমি জানতে চাইছি যদি কেউ এটি ব্যবহার করে থাকেন তাহলে কেমন সেবা পাচ্ছেন? আর আমি আমার স্কুলের একাধিক কম্পিউটারে একটি সংযোগ ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে আমাকে কি কি করতে হবে? আমার টেলিফোনের নর্মাল যে তার আছে তা দিয়ে কি কাজ চলবে? না কি আরও ভালোমানের তার ব্যবহার করলে ভালো হবে? মডেম কোনটি ভালো হবে? পাশাপাশি একাধিক রুমে বা উপরতলা এবং নিচতলায় একত্রে ব্যবহার করা সম্ভব কি না? হলে কিভাবে? একাধিক পিসিতে একত্রে ইউজ করলে স্পিড কেমন দিতে পারে?
টেকি ভাইয়েরা একটু জানিয়ে গেলে খুশি হব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।