আমাদের কথা খুঁজে নিন

   

পাসপোর্টের জন্য পুলিশি তদন্ত অপ্রয়োজনীয়

বাংলাদেশের প্রত্যেক নাগরিক পাসপোর্ট পাওয়ার অধিকারী। কোনও বাংলাদেশি নাগরিকের কাছে জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে ধরে নেওয়া যায়। তার সম্পর্কে নতুন করে খোঁজ-খবর নেওয়ার প্রয়োজন নেই। দরকার নেই পুলিশ ভ্যারিফিকেশনেরও। এতে নাগরিক-হয়রানি যেমন কমবে তেমনি বাঁচবে পুলিশের কর্মঘণ্টাও।

বেঁচে যাওয়া ঐ পুলিশি কর্মঘণ্টা নাগরিকদের নিরাপত্তায় ব্যয় হলে দেশের ও দশের মঙ্গল। পাসপোর্ট অফিসের পরিচালক মো. সিরাজউদ্দিন জানান, বিশ্বের বহু দেশে জšে§র পরই একজন শিশু নাগরিক হিসেবে পাসপোর্ট পেয়ে থাকেন। কিন্তু আমাদের দেশে বিষয়টি উল্টো। এখানে পাসপোর্ট পেতে হলে সাধারণ মানুষকে অনেক ভোগান্তির শিকার হতে হয়, যা কোনও ভাবেই কাম্য নয়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাগরিকদের সুবিধার্থে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হয়েছিল।

সে সময় ২ ঘণ্টার মধ্যে পাসপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক সরকার আসার পর এই চটজলদি সার্ভিস বন্ধ হয়ে যায়। জানা গেছে, বর্তমানে একজন নাগরিককে পাসপোর্ট নিতে হলে মাসের পর মাস পুলিশি তদন্ত কর্মকর্তার রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয়। এর আগে ১৯৮১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত পুলিশি তদন্তের জন্য সময়সীমা নির্ধারিত ছিলÑ জরুরি পাসপোর্টের জন্য ২১ দিন ও সাধারণ পাসপোর্টের জন্য ৩০ দিন। এ সময়ের মধ্যে পুলিশ তদন্ত রিপোর্ট জমা না দিলেও পাসপোর্ট ইসু করা হত।

কিন্তু ২০০৪ সালের শেষ দিক থেকে ২০০৮ সাল পর্যন্ত তদন্তের সময়সীমা বাতিল করে দেওয়া হয়। আবার তা বহাল থাকে ২০০৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত। এরপর ২০০৯ সালের প্রথম থেকে এ আইন আর চালু নেই। এ অবস্থায় একজন সাধারণ নাগরিককে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয়। মো. সিরাজউদ্দিন আরও বলেন, দেশের একজন নাগরিক জাতীয় পরিচয়পত্র পেলেই তাকে পাসপোর্ট দেওয়া যেতে পারে।

এটি পাওয়া তার সাংবিধানিক অধিকার। তবে যেসব মোস্টওয়ান্টেড সন্ত্রাসী রয়েছে, তাদের নামের তালিকা দেশের সকল পাসপোর্ট অফিসে দেওয়া হলে তাদের নামে পাসপোর্ট ইসু করা হবে না। তিনি বলেন, পুলিশি তদন্ত করার কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ পুলিশি তদন্তের পরও এ দেশে রোহিঙ্গা, উলফাসহ অনেক সন্ত্রাসী সংগঠনের সদস্য পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। পুলিশি তদন্তেও এটি রোধ করা যাচ্ছে না।

তিনি বলেন, এ ধরনের পুলিশি তদন্ত শুধু সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যেই ফেলে। এটি না করে জš§নিবন্ধনের বিষয়টি আরও সঠিকভাবে তদারকি করলে এ সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। এ কর্মকর্তা আরও জানান, দেশের সাধারণ নাগরিককে পাসপোর্টের সুবিধা দিতে হলে আবারও ওয়ানস্টপ সার্ভিস চালু করা দরকার। ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.