" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। শিশুটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমিয়েছে হাসপাতালে।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রসুলপাড়া গ্রামের দিনমজুর খলিল মিয়ার স্ত্রী হালিমা খাতুন (২২) প্রশব বেদনায় অসুস্থ হলে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনী ওয়ার্ডে নিয়ে আসা হয়।
শনিবার বিকালে ওই হাসপাতালে হালিমা এক অদ্ভুত ছেলে সন্তান প্রশব করেন।
শিশুটির ভ্রুর স্থানে লাল রংয়ের মাংস পিন্ডের উপর চোখ।
যা চোখের পাতাকে ঢেকে রেখেছে। দুই চোখের মাঝ খানে কপালে রয়েছে একটি ফুটন্ত পদ্ম ফুলের ছাপ।
শিশুটি ভুমিষ্ট হওয়ার পর মা-ছেলে উভয় অসুস্থ থাকায় তাদেরকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতালে দায়িত্বরত নার্সরা জানান, ভুমিষ্ট হওয়া শিশুটির বয়স ছিল মাত্র ৭ মাস। শিশুর কপালে পদ্ম ফুলের ছাপ থাকায় শিশুটিকে ভাগ্যবান বলে মনে করছেন উৎসুক জনতা।
হাসপাতালের একজন চিকিৎসক বলেন, এটা প্রকৃতির অদ্ভুত খেয়াল
সুএঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।