লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফকিরের তকেয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।
আজ সন্ধ্যা ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ফকিরের তকেয়া এলাকার ফরিদা বেগম (৬০), রিয়াজ মিয়া (৩২), বদিউজ্জামান (৩৫) ও নুরুজ্জামান মিয়া (৭০)। তারা ব্যাটারি চালিত পৃথক তিনটি অটোরিকশার যাত্রী।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজার রহমান সাংবাদিকদের জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ফকিরের তকেয়া বাজার স্ট্যান্ডে অপেক্ষমান তিনটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পৃথক তিন অটোরিকশার যাত্রী ফরিদা, রিয়াজ ও নুরুজ্জামান এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে বদিউজ্জামান মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ১৬ জন। আহতরা বিভিন্ন অটোরিকশার যাত্রী বা পথচারী।
আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।