নির্বাচন প্রতিরোধের ডাক দেয়া বিএনপির সহযোগী সংগঠনের এই নেতা ভোটের আগের দিন শনিবার বাউরা ইউনিয়নের শফিরহাট বাজারে নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত মোবারক হোসেন (৩৫)শফিরহাট এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি বাউরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।
রোববার সারাদেশে দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল এই ভোট ঠেকাতে শনি ও রোববার হরতাল ডেকেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শফিরহাটের ব্যবসায়ীরা দোকানপাট খুলতে গেলে বিএনপিকর্মীরা বাধা দেয়। তখন ব্যবসায়ীদের পক্ষ নিয়ে হরতালকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
পাটগ্রাম থানার ওসি আমিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোবারক। এছাড়া পাঁচজন আহত হন।
শফিরহাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।