লালমনিরহাট-১ আসনে (পাটগ্রাম-হাতিবান্ধায়) বিএনপি কর্মীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৪টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। পিকেটারদের হামলায় পাটগ্রামে প্রিজাইডিং অফিসারসহ ৮ জন আহত হয়েছেন।
এদিকে, গতকাল শনিবার সকালে সংঘর্ষে আহত স্বেচ্ছাসেবকদলের নেতা ফারুক হোসেন আজ রবিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লালমনিরহাট ২ নং আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ১ ও ৩ নং আসনে চলছে ভোটগ্রহণ।
নির্বাচনে মোট ২২০টি কেন্দ্রের মধ্যে ৩১টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৭২টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ ধরা হয়েছে। লালমনিরহাটের ১ ও ৩ নং আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৯৫৭ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।