প্র্যাকটিস মেকস অ্যা ম্যান পারফেক্ট_ জীবনের অন্যান্য ক্ষেত্রের মতো পেশাজীবনেও প্রবাদটি সত্য। প্রত্যেক পেশাজীবীকেই কোনো একটা জায়গা থেকে শুরু করতে হয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য চর্চার কিছু কৌশল রয়েছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক_ নতুন কাজে যোগ দেওয়ার পর কাজটি ভালোভাবে বোঝার চেষ্টা করুন।
এ জন্য আপনি যার অধীনে কাজ করেন তার পরামর্শ ও নির্দেশনা মেনে চলার চেষ্টা করুন। * যে কাজটি আপনাকে প্রতিনিয়ত করতে হবে সে কাজের ধারাবাহিক সূচি তৈরি করে নিতে হবে। তারপর নিজের সুবিধামতো কাজটি গুছিয়ে নিন। * কাজটির সবদিক বুঝে নিন। কোনো নতুন দায়িত্ব থাকলে তা নিজে নেওয়ার চেষ্টা করুন।
এতে কর্মদক্ষতার পাশাপাশি অফিসে আপনার গ্রহণযোগ্যতাও বাড়বে। * দায়িত্ব নেওয়ার পর নিষ্ঠার সঙ্গে কাজটি করুন। কাজ সম্পন্ন করতে কোনো সমস্যা হলে অফিস কর্মকর্তাদের সহায়তা নিন। * কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে পারেন। সমস্যাগুলোকে চিহ্নিত করে রাখুন।
সমস্যাটি কিভাবে সমাধান করেছেন তাও লক্ষ্য করুন। পরবর্তী সময়ে একই ধরনের সমস্যায় অথবা অন্য কোনো সমস্যার সমাধানে সহায়ক হতে পারে। * কাজের সমস্যা ও সমাধানগুলো প্রয়োজনে ডায়রিতে নোট করে নিতে পারেন। * কাজের ভালো এবং খারাপ দিক চিন্তা করুন। এতে নিজেকে শাণিয়ে নেওয়া সহজ হয়।
কাজ করতে করতেই আপনি দক্ষ হয়ে উঠবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।