নদীতে যে ঢেউ আছে ভাই, সেই ঢেউতে কাটবো সাতার। ঢেউ আর আমি সংগী হয়ে, নদীতে ঝড় তুলবো এবার। নদীর মাঝেই বাচবো আমি, জলকেলিতে মন ভাসিয়ে। নদীর বুকেই ঘর বাধিবো ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে। মৎস কন্যা আমার সাথে, ভেংচি কেটে লোভ দেখাবে। গভীর রাতে ভেসে ভেসে, ঘুম পাড়ানির গান শুনাবে। নদীই আমার সংগী হবে, পথিক হয়ে পথ দেখাবে। সারা জীবন বন্ধু তুমি, তোমার পাশে আমায় পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।