যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম কি রকম হতভম্ব হয়ে গিয়েছিলাম বুঝতে পারছিলাম, পত্রিকার পাতায় নিউজটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম। খবরটা আসলেই কি আমাদের ক্লোজআপ ওয়ান আবিদ ভাইয়ের নাকি অন্য আবিদ? সংবাদটা পড়ার পর আমার পুরো শরীরটা কেমন জানি নিস্তেজ হয়ে আসছিল। এইতো কিছুক্ষণ আগে অফিসে ঢোকার আগে মোবাইল এ হেডফোনে আবিদ ভাইর গানটা শুনে শুনে অফিসে প্রবেশ করছি। "তোমার খোলা হাওয়ায়, আমি ডুবতে রাজী আছি" "ঢেউ গুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা"। সংবাদটা নাকি আগের দিন রাতই প্রচার করা হয়েছিল।
কিন্তু রাতের সংবাদটা আমি শুনতে পারিনি। এ পর্যন্ত ক্লোজআপ ওয়ান থেকে আসা যাদের গান শুনেছি, তাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ছিলেন, আবিদ ভাই, আবিদ ভাইয়ের "পাগলা হাওয়ার বাদল দিনে" তোমার খোলা হাওয়ায়" এ দুটি গান প্রতি দিনই কমপক্ষে এক দুবার শুনা হয়। এই তো কিছুদিন আগে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আবিদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, শুভেচ্ছা বিনিময়ের পর জানতে চেয়েছিলাম ভাই নতুন এ্যালবাম কবে পাবো- হাস্যজ্জোল আবিদ ভাই বলেছিলেন, একটু অপেক্ষা কর, খুবই তাড়াতাড়ি পেয়ে যাবা- কাজ চলছে। আবিদ ভাই হয়তো আপনার নতুন এ্যালবাম বাজারে আসবে, গানগুলো ভালো লাগবে- কিন্তু ভালা লাগার কথাটি আর আপনাকে জানাতে পারবো না। ঢেউগুলো যে তোমায় নিয়ে এমন খেলা খেলল, যে খেলা আর শেষ হবেনা কোনদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।