এই আমি খুব খারাপ ! ক্লোজাপ ওয়ান এর আবিদ শাহরিয়ার আর নেই। চিরকালের জন্য বিদায় নিয়েছেন এই পৃথিবী থেকে।
আর কখন ও তাঁর কন্ঠ থেকে আমরা গান শুনতে পারব না। আর কখনো তাকে দেখা যাবে না মানুষ রুপে। আর থেকে যাবে তার এই বিশ্বে।
আবিদ ভাইয়া যখন ধানমন্ডিতে তাঁর ফুপুর বাসায় থাকতো তখন এক দিন আমি আর আমার বান্ধবী ভাইয়ার বাসায় গিয়েছিলাম। আবিদ ভাইয়ার সাথে অনেক গল্প করেছিলাম,বিকেলে একসাথে তিনজনে চা,বিস্কিট খেয়েছিলাম। এরপর আর দেখা হয় নি সরাসরি। কিন্তু আজকে একি খবর শুনলাম!!!!!!!!!!!!!!!
আমরা সবাই শোকাহত একজন তরুণ,মেধাবী,গুনী শিল্পী আবিদ শাহরিয়ার এর জন্য।
আবিদ ভাইয়া তুমি বেচে রবে তোমার কন্ঠে।
তুমি চির তরুণ হয়ে থাকবে এই পৃথিবীতে।
সৈ্কতে হারিয়ে গেলে।
Bangla Song : Ami Shat Shagor Pari Diye
http://www.youtube.com ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।