আমাদের কথা খুঁজে নিন

   

সকলেই কবি নয় কেউ কেউ কবি ৭ : কবি আবিদ আজাদের তিনটি কবিতা

এখানে মেঘ গাভীর মতো চরে

যৎসামান্য পূর্বকথা : নিজের সঙ্গে নিজেই আড্ডা দিতে কবিতার জুড়ি নেই। সবার নয়; কারও-কারও কবিতার সঙ্গে। জীবনানন্দ দাশের সেই বিখ্যাত উক্তি 'সকলেই কবি নয় কেউ কেউ কবি'র 'কেউ কেউ'এর সঙ্গে যাঁদের মিল খুঁজে পাই। মূলত নিজের জন্য এই সিরিজ পোস্ট। প্রিয় কবির প্রিয় কবিতা ফিরে পড়া।

সেই সঙ্গে ব্লগেও সংরক্ষণ করা। ধরা-বাঁধা নিয়মে নয়; যখন যাঁকে মনে পড়ে। এই পর্বে কবি আবিদ আজাদের দুটি কবিতা-- 'সমালোচকের উদ্দেশে', 'ছোটোগল্প' ও 'অলস একগুচ্ছ কবিতার প্রদর্শনীর আমন্ত্রণলিপি'। কবিতাগুলো যথাক্রমে কবির 'আমার মন কেমন করে', 'বনতরুদের মর্ম' ও 'খুচরো কবিতা' বই তিনটি থেকে নেওয়া। সমালোচকের উদ্দেশ্যে সমালোচনা থামুক এবার তর্ক উঠুক গাছের মাথায় কবিতা কি গোয়ার্তুমি, আটি খুঁড়ে তুলবো খাতায়? ছোটোগল্প ছোট্টো ভীষণ ছোট্টো লাগছে সব।

কিচ্ছুতে আর আমার গায়ে লাগছে না এই তুচ্ছ পোশাক আমার গায়ের হাফহাতা শার্ট, স্বপ্নভুক ছেঁড়া গেঞ্জি এ্যাশকালারের জ্যাকেট, ধূসর পাঞ্জাবি আর গহনবনের ঝরাপাতার গর্জনহীন আমার জুতো চোরাবালির হাতছানিহীন আমার মোজা এমন কি এই জ্যোৎস্নারাতে ভূতে-পাওয়া পাগল রুমাল, তারাভর্তি গরিব পকেট ছোট্টো, ভীষণ ছোট্টো হয়ে যাচ্ছে সবাই কিচ্ছুতে আর আমার গায়ে লাগছে না এই ছোট্টো জীবন ছোট্টো ভীষণ ছোট্টো হয়ে যাচ্ছে মানুষ অলস একগুচ্ছ কবিতার প্রদর্শনীর আমন্ত্রণলিপি আগামী শীতে শিশির পড়া শুরু হলে হালকা শাদা কুয়াশায় আমার একগুচ্ছ নতুন কবিতার সপ্তাহস্থায়ী একটা প্রদর্শনী করবো সেই অলস একগুচ্ছ কবিতার প্রদর্শনীর আমন্ত্রণলিপি তোমাকেও পাঠাবো-- ঝরঝরে ধূসর খামের সঙ্গে অতিব্যক্তিগত ছোট্টো এক টুকরো কবিতাও যাবে যেখানে-- যতো দূরদেশেই থাকো-- আমার আমন্ত্রণ তুমি পাবে তুমি এলে শিশির পড়ার শুরুতে সেই হালকা কুয়াশাময় পূর্বাঞ্চলীয় বিকেলে আগামী শীতে চমৎকার জমে উঠবে দর্শকে দর্শকে-- ঢাকার কবিতাগ্যালারিতে আমার সদ্যরচিত একগুচ্ছ অলস কবিতার একক প্রদর্শনী মনে রেখো, আমার কবিতার টানে তোমাকে আসতেই হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.