আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবেসে নিভৃত যতনে চলে গেল ........আবিদ......।

খুব বেশি দিন হয়নি ক্লোজআপ এ পাগলা হাওয়া শুনিছি । অবাক হয়ে ছিলাম এমন প্রতিযোগীতায় রবীন্দ্র সংগীত হতে পারে । নাই কোন ভয় যদি বাদ পড়ে ........ এটা কেমন সংবাদ ? কি করে সম্ভব ? কি বা লিখা যায় । অনেক রাত কাটিয়েছি তার ভালবেসে সখী শুনে । অনেক কষ্টের সময় পার করেছি তার গান শুনে ।

আজ তার মৃত্যুর খবর পড়তে হল ? ১ বছর আগে তার সাথে পরিচয় নিজে কাজের জন্য রেডিও র ইন্টারভিউ নিতে গিয়ে। আজ ও সেদিনের কথা মনে পড়ে। তার ইন্টারভিউ নিতে ঢাকা ইউনিভার্সিটির মাঠে গেলাম । কি যে হল যখন ই রেকর্ড শুরু করি তখন কথা থেকে যেন কাক চলে আসে । আবার রেকর্ড অফ তো কোন সমস্যা নাই ।

তার মধ্যে যে কত মজা করে কাজ করা যায় সেদিন তাই করলাম । সেদিন শুনলাম অনেক স্বপ্ন অনেক আশার কথা । এখন কার সময়ে সবার ইচ্ছা থাকে কি করে বিখ্যাত হওয়া যায় কিন্তু ওর মধ্যে চিন্তা ছিল কিকরে ভাল গান করা যায় কি করে রবীন্দ্র সংগীত তরুণদের কাছে জনপ্রিয় করা যায় । তার পর অনেক বার ফোন করেছিলাম তার ওয়েলকাম টিউন শুনার জন্য । একবার ফোন করে কোন কিছুর বলার আগে ঝারী দিয়ে বললাম আপনার ওয়েলকাম টা পাল্টালেন কেন ।

মাঝে দেখা হল কাজে কাজে , সব সময় কোন না কোন কাজ নিয়ে ব্যাস্ত । শেষবার ও বুঝিনি এটাই শেষ । কথা ছিল এবার ঈদে তার আবার সাক্ষাতকার নিবো , রবীন্দ্র নিয়ে আড্ডা দিবো । সব ভাবনা গুলো ভাবনাই রয়ে গেল আবিদ শুধু চলে গেল । অনেক স্বপ্ন অনেক ভাবনা ছিল ।

নিজেই স্বীকার করে ছিল বয়সের থেকে ও একটু বেশীই ভাবে । তাই একটু বেশী আগেই চলে গেল । নাকি প্রিয় রবীন্দ্র কে কাছে থেকে পাওয়ায় প্রবল ইচ্ছায় । এখনো হয়তো আর সারা রাত ধরে আবিদের গান শুনে মন ভাল করতে পারবোনা । ফোন করে বলতে পারবোনা ভাইয়া তোমার গান শুনে মন ভাল করেছি ।

তুমি অনেক দূরে চলে গেলে.......। ঐ সমুদ্র দেখলে হয়তো আর ভাল লাগবেনা মনে হবে তুমি চলে যাওয়ার জন্য ওটাই দায়ী............... ভালবেসে সবার হৃদয় মন্দিরে তোমায় নামটি লিখে গেলে .................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.