আজ থেকে ১৫ বছর আগের কথা। এক শুক্রবারে বিটিভিতে সিনেমা দেখছিলাম। হঠাত চারটার সংবাদে শুনলাম- সালমান শাহ আর নেই ! বিশ্বাসই করতে পারলাম না। আজ আবারও সেই একই অনুভূতি হচ্ছে- কন্ঠশিল্পী আবিদ আর নেই !!! কে বিশ্বাস করবে এ কথা !
"আমি কান পেতে রই............"। কী হবে আর কান পেতে ? এত গভীর আবেগ নিয়ে মাত্র ১৯-২০ এর এক তরুন আর গান গাইবে না।
close up 1 এ যখন সবাই জনপ্রিয়,চটুল গানগুলো গাইছে, তখনও আমাদের আবিদ গাইছিল রবীন্দ্র সংগীত। ও তো শিল্পী হতে চেয়েছিল, স্টার হতে চায়নি। হায় নোলক বাবুরা close up 1 হয়, এরপর গাজা খেয়ে , মাতলামী করে দেশের সম্মানহানি করে। আর আমাদের আবিদ যেন সংগীতকে ধারন করেছিল তার স্বত্তায়। তোর পোশাক-আষাকে, জীবন-চর্চায়।
কী মৃদুভাষী, কী মিষ্টি হাসি। DU তে BBA পড়ুয়া এই মেধাবী তরুন হতে পারত আজকের তারুন্যের আদর্শ।
পাগলা হাওয়ার বাদল-দিনে
পাগল আমার মন্ জেগে ওঠে
চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে যাবে ফিরে
যাবে না, যাবে না--
আবিদ না ফেরার দেশে কি এভাবেই চলে যেতে হয়! আমি জানি তোমার প্রিয় রবি ঠাকুরের সাথে তোমার দেখা হবেই। উনার মিষ্টি ধমক খেয়ে তুমি কী সেই মিষ্টি হাসিটাই তাকে ফিরিয়ে দিবে ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।