হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
রাত্রে বাসায় ফিরে কম্পিউটার চালু করতেই দেখি পাশে আবিদের ঘুরাঘুরি।
আব্বু আমি একটা গল্প লিখেছি, কিন্তু এখনো শেষ হয়নি। আমি বললাম, ঠিক আছে, তুমি শেষ করো, তখন দেখব। আমি একটু আন্দাজ করলাম, কারন সেদিন ই আমি ওর স্কুল থেকে একটা এসএমএস পেয়েছিলাম যে স্কুলের ইয়ার-বুক হবে, আমরা যেন বাচ্চাদের লিখতে উতসাহিত করি।
আমার ছেলে দেখি এক কাঠি সরেস, আমি উতসাহ দেয়ার আগেই ওর গল্প লিখা শুরু।
পরের দিন ছুটির দিন। আমি আটটার দিকে উঠে দেখি গেস্ট রুমে আবিদ কম্পিউটার নিয়ে ব্যাস্ত। যাকে স্কুলে যাবার জন্য ক্রেন লাগিয়ে টানতে হয়, আজ সে নিজ দ্বায়িত্ব সকাল সকাল উঠে গেছে গল্প শেষ করবার তাগিদে! একটু হলেও অবাক হলাম!!
যাকগে, আবিদ বলল, আব্বু আমার গল্প লিখা শেষ, এটা একটু ফটোকপি করে এনে দিবা? বুঝলাম ও প্রিন্ট করতে চায় যাতে স্কুলের জন্য জমা দিতে পারে।
পরে আমি দেখলাম, গল্প একটা লিখেছে...বানান এবং গ্রামার প্রচুর পরিমানে ভুল।
ভুল গুলো ঠিক করে তাকে প্রিন্ট করে নিয়ে এসে দিলাম। পরে সে এটা স্কুলে জমা দেয়।
এখনো ঈয়ার-বুক বের হয়নি, জানিনা ওর গল্পটি ছাপানো হবে কিনা.........তাই রেকর্ড হিসাবে ওর গল্পটি ব্লগে পোষ্ট করে দিলাম।
আবিদের লিখা প্রথম গল্প: The King Ales
THE KING ALES
Once upon a time there was a king named Ales. Summer and Madison were two daughters of the king. Madison was a good girl. She liked to play with dolls. Madison always read and got full marks in exam. The King liked Madison because she was a good student. But Madison and the king did not like Summer.
One day Summer was playing in the ground and Madison was reading. When Summer was playing, she fell down. Ales came out and said, “Are you ok, Summer?” She said, “No, I am not ok, because I got hurt.
Madison always beat me”. Then king Ales said to Madison, “Do you always beat Summer?” Madison said, “I do not beat her.”
In another day Madison went to swim in the river. She slipped and fell down. She cried but no body helped her. Summer saw Madison drowning in the river. Then she jumped in the river and saved Madison. Madison thanked Summer for saving her.
In another day Madison went to swim in the river. She slipped and fell down. She cried but no body helped her. Summer saw Madison drowning in the river. Then she jumped in the river and saved Madison. Madison thanked Summer for saving her.
Then Summer said sorry to her. Madison said, “You are the best sister and friend of my life”. The king was also happy.
CLASS: EV-II, Roll No. 05, SECTION: TAGOR
@@@ $$$$$ %%%%%% !!!!!!! ****** &&&&&
আবিদ কে নিয়ে কয়েকটি লিখাঃ
ঘরের ভিতর ক্রিকেট বিশ্বকাপ উন্মাদনাঃ একটি পিচ্চি মুলক পোস্ট
Click This Link
একটি পিচ্চি বন্দনা পোস্টঃ মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছেনা কেউ জবাব তার!
Click This Link
নদীগুলোকে তাহলে পুকুর বলতে হয়!
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।