আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ও স্কাইপ হ্যাকিং

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি। । বিচারক নিজামুল হক একটি পরিচিত নাম ।

যিনি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর চেয়ারম্যান। পরবর্তিতে তিনি পদত্যাগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ থেকে। যার কারন ছিলো যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে নিজামুল হকের স্কাইপের সংলাপ হ্যাক অথবা চুরি করে নানা সংবাদমাধ্যমে প্রচার করা এবং সেই কথোপকথনের প্রকাশ করা সংলাপে বিচার বিঘ্নকারী তথ্যের দায় নিয়ে তাকে বিদায় নিতে হয়। আজ এই হ্যাকিং নিয়ে কিছু আলোচনা করছি এবং এটা কিভাবে ঘটানো সম্ভব হতে পারে তাই নিয়ে আজ আমি সবার দৃষ্টি আকর্ষন করছি। চিলে কান নিলো এই শুনে সবাই শুরু করে দিলো হইচই চিলে কান নিলো কিন্তু প্রকৃত ঘটনা উদঘাটনে কোন ত্ৎপড়তা দেখা যায়নি নিতে কাউকেও।

সুবিধাভোগি, সুযোগ-সন্ধানিরা আশ্রয় নিলো আমাদের অজ্ঞতার কিংবা মুর্খতার। ফলে বিচারক নিজামুল হককে পদত্যাগ নিতে হলো। জেনে নিন স্কাইপ কীভাবে কাজ করে? অনলাইন মেস্যান্জার নামের সাথে আপনারা অনেকেই পরিচিত। স্কাইপ হচ্ছে সেই রকম একধরনের মেস্যান্জার যার দ্বারা দুরসংলাপ কিংবা ভিডিও কথোপকথন হয়ে থাকে যা ইন্টারনেট ব্যবহার করে করা হয়ে থাকে। অর্থাৎ দুই প্রান্তে থাকা দুইজন ব্যক্তি কথা আদান প্রদান কিংবা ভিডিও আলাপ করতে পারেন ।

সাধারনতঃ স্কাইপের মাধ্যমে এক প্রান্তে থাকা একজন আরেক প্রান্তে থাকা আরেকজনের সাথে কথা আদান-প্রদান করেন ইন্টারনেটের ভিতর দিয়ে কিংবা ইন্টারনেট ব্যবহার করে । এই ক্ষেত্রে অনেকগুলো পথ পাড়ি দিয়ে কথা বা সংলাপ আদান-প্রদান ঘটে এবং যার প্রতিটি স্তরই নিরাপত্তা বেস্টনি দিয়ে ঘেরা থাকে। বার্তা প্রদানের স্তরগুলো নিম্নে বর্ননা করা হলোঃ ১) যোগাযোগ স্হাপনের জন্য প্রথমে কল টি পাঠানো হয় "ক" ব্যক্তি থেকে তার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এর কাছে ২) সেখান থেকে অনেক পথ ঘুরে তারপর সার্ভার হয়ে "খ" ব্যক্তির ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এর কাছে ৩) তারপর ইন্টারনেট সার্ভিস প্রভাইডার থেকে সেটা পৌছে "খ" ব্যক্তির কম্পিউটার যন্ত্রে তাহল প্রশ্ন হলো কোথা থেকে কথোপকথন চুরি করা সম্ভব এবং কিভাবে সম্ভব এবং সম্ভাব্য মাধ্যমগুলি কি হতে পারে ? ১. "ক" এর কম্পিউটার ২. "ক" এর ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ৩. সার্ভার মধ্যবর্তি কোনো এক জায়গায় ৮. "খ" এর ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ৫. "ক" এর কম্পিউটার সিকিউরিটি কিংবা নিরাপত্তাঃ Encryption বা তথ্যগোপনীকরন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে তথ্য গোপন রাখা হয়। যাতে করে অন্য সকল তথ্যের সাথে মিশ্রিত না হয় অথবা চুরি না হয়। স্কাইপ এ প্রতিটি কলের জন্য পৃথক পৃথক এনক্রিপশন ব্যবস্থা রাখা আছে যেখানে প্রতিবারই নতুন "কি" অথবা "চাবি" ব্যবহার করা হয় এবং যাতে করে প্রতিবারই চাবির প্রয়োজন হবে তালা খুলতে।

"সুতরাং" "ক" এর কম্পিউটার থেকে বার্তা নেটওয়ার্কে প্রেরন করার আগেই স্কাইপ তথ্যটিকে এনক্রিপশনের করে ফেলে যাতে করে তথ্য চুরি না হয়। এবং যাতে তথ্যটি কে খন্ড খন্ড করে ২৫৬ বিট এর AES এনক্রিপশন বা তথ্যগোপনীকরন পদ্ধতি ব্যবহার করা হয়। যার ফলশ্রুতিতে এই AES এনক্রিপশনকে ভেঙ্গে ফেলে তথ্য বের করা সম্ভন নয়। আর অন্য কোন কম্পিউটার ব্যবহার করে "ক" ব্যক্তি ও "খ" ব্যক্তির কম্পিউটার থেকে স্কাইপ লাইভ কথোপকথন চুরি করা সম্ভব নয়। তাহলে যা ঘটেছিল বুঝে নিতে হবে সবই ছিলো অপপ্রচার।

আরও বিস্তারি জানতেঃ http://jontrogonok.com/?p=97 স্কাইপ এর নিরাপত্তা ও এনক্রিপশন কাজ করে কিভাবে তা জানতে নিচের লিংকটিতে ক্লিক করুন - Click This Link security evaluation.pdf ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.