আমাদের কথা খুঁজে নিন

   

জীবন থেকে নেয়া, আমি এবং আঁকা (পর্ব-৩)

একলা মানুষ মাতৃ গর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর, মধ্যে খানে বাকিটা সময় একলা না থাকার অভিনয় আমার এক বিশ্বস্থ বন্ধুর কাছে বিয়ের কাগজ পত্র বুঝিয়ে দিয়ে এয়ার পোর্টে চলে গেলাম। এয়ার পোর্টে আসার আগে আঁকার থেকে বিদায় নিয়েছি আর তখন থেকেই আমার কোন অনুভুতি কাজ করছেনা। কেমন জেন রোবটের মত হয়ে গেলাম। সবার থেকে বিদায় নিয়ে বিমানে উঠলাম। বিমান টেকঅফ করল।

আমি জানালার গ্লাস দিয়ে আমার দেশকে দেকছি আর আঁকার কথা ভাবছি। দেশটা ক্ষুদ্র হতে হতে একসময় হারিয়ে গেল সেই সাথে বিদায়ের বেদনা গ্রাস করে ফেলল.... আমি সাইপ্রাসে। আমার কলেজের একটি বাস এসেছে আমাদের নিয়ে যেতে। দেশী বিদেশি মিলে ১৪ জন। আমাদের কে সোজা কলেজে নিয়ে যাওয়া হল।

রিসেপশনে একটা মে সং সেজে দাড়িয়ে আছে। আমাদের রক্ত নেয়া হল পরীক্ষার জন্য । আর কিছু প্রয়োজনিয় কাজ সেরে আমাদের কে কলেজের সাময়িক হোস্টেলে পাঠিয়ে দিল। এখান থেকে ৭ দিনের মধে নিজের বাসস্থানে চলে জেতে হবে । আমি সেদিনই চলে গেলাম।

আমার এক বন্ধুকে কল করলাম,ও এসে আমাকে নেয়ে গেল। শুরু হল এক নতুন সংগ্রাম। অনেক পথ পাড়ি দিতে হবে। ব্যবসায় লোকসান করে অনেক গুল টাকা দেনা হয়ে আছি। লুকিয়ে বিয়ে করেছি।

দুই পরিবারের সম্মতি আদায় করতে হবে। নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই সাথে পড়ালেখা চালিয়ে যেতে হবে। কিন্তু আমার আমার জীবনের স্রোত বহমান নদীর মত ছিলনা ছিল কংকর ময় পাহাড়ি ঝর্না ধারার মত। আমার কলেজ আমাকে জানাল I'm HBs(Hepatitis B) positive. আর একটা টেস্ট করতে হসপিটালে পাঠিয়ে দিল।

আমাদের দেশে জন্ডিস কে তেমন কোন বিশেষ রোগ হিসেবে মনে করা হয়না। কিন্তু ওরা এই বিষয়ে খুব সচেতন। হসপিটাল আমাকে ১০ দিন পর রিপোর্ট নিয়ে জেতে বলল। আমি অনিশ্চয়তার মদ্যে পরে গেলাম। এই রিপোর্টও যদি positive আসে আমাকে দেশে ফিরে জেতে হবে।

আঁকার সাথে রাতে কথা হল। বিচ্ছেদের বেদনা রুপ নিলো অনিশ্চয়তার দোলাচলে। জীবন কি অদ্ভুত। ভালবাসা ছেড়ে এসেছি তাতেও নিদারুণ কষ্ট আবার ভালবাসার কাছে ফিরে যেতেও ভয়। আমি নির্ধারিত দিনে হসপিটাল গেলাম রিপোর্ট আনতে।

রিপোর্টে কি আছে আমাকে বলা হল না। কলেজে নিয়ে যেতে বলল। গ্রীক ভাষায় লেখা পরতে পাড়লাম না। আমি কলেজে গেলাম। International students relationship officer আমাকে বললেন, তুমি দেশে ফিরে যাচ্ছ।

ভাল করে চিকিৎসাত নিয়ে নেক্সট সেমিস্টারে ফিরবে। আমি আমার সেমিস্টার ফি ফেরত চাইলাম। এই দেশ থেকে ফিরে গেলে আর আসব না। সে বলল এটা কলেজ, ব্যাংক নয়। মন চাইল জমা করলে মন চাইল তুলে নিলে।

কলেজ থেকে.এমিরেটসে ফোন করে কনফার্ম করে দিল আমার রিটার্ন ফ্লাইট আগামি কাল বিকেল ৫ টায় ........ চলবে..। জীবন থেকে নেয়া, আমি এবং আঁকা - সম্পূর্ণ (পর্ব- ১ থেকে পর্ব-৭) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.