এ পথ যদি না শেষ হয়,তবে......... আজ দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার ফল প্রকাশ হচ্ছে। এবার কাগজবিহীন ফল প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ই-মেইলে ফল এরই মধ্যে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ই-মেইল থেকে ডাউনলোড করে ফল প্রকাশ করবে।
বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইলে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে।
কিন্তু অপ্রিয় সত্য এই যে,আপনারা হাজার চেষ্টা করেও ওয়েবসাইট থেকে রেজাল্ট যথা সময়ে পারবেন না। প্লিস ভুল বুঝবেন না,এটা আমার পুর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাই আপনাদের একটি সুপরামর্শ দেই অযথা নেটের পেছনে না দৌড়িয়ে বসে থাকুন,দেখবেন রেজাল্টই আপনার কাছে চলে এসেছে।
তবে গত বছরের রেজাল্ট দেখতে চাইলে ভিন্ন কথা।
সেটা তাড়াতাড়িই পাওয়ার কথা। অনেক কথা বলে ফেললাম, যাদের ধৈর্য একটু বেশি তারা এখানে ক্লিক করে ধৈর্যের পরীক্ষা দিতে পারেন!!!! ঢাকা শিক্ষা বোর্ডের ছাত্রদের জন্য এখানে ক্লিক করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।