চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শুরু হচ্ছে। এ বছর পরীক্ষার্থী ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৫ জুন। ৭ জুন থেকে শুরু হয়ে ১৬ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সারা বিশ্বের ৫টি দেশে ২০২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। খবর ইউএনবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।