আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসি পরিক্ষার ফলাফল

আমি প্রকৃতি প্রেমি এক যাযাবর

এবারর এইচ. এস.সি পরিক্ষার ফলাফলে দেখা গেছে রাজধানির নামি দামি কলেজের তুলনায় অখ্যাত অবহেলিত কলেজ গুলিতে ভাল রেজাল্ট করেছে ! এসব নামি দামি কলেজে এস.এস.সি.তে জিপিএ- ৫ পাওয়া ছেলে মেয়েরা ভর্তি হয়ে জিপিএ- ৪,৩,২ এমনকি ফেল পর্যন্ত করেছে ! বিষয়টি অত্যান্ত উদ্বেগ জনক এবং লজ্জাজনক। এসব নামি দামি কলেজগুলোকে জবাব দিহিতার আওতায় আনা উচিৎ ! এখানে উলেখ্য যে নামি দামি কলেজ গুলোতে ভর্তির সময় প্রচুর অর্থ ব্যয় করতে হয় । খুঁজে বের করতে হবে কার অবহেলায় একজন সেরা মেধাবী ছাত্র এস. এস. সি তে জিপিএ-৫ পেয়েও এইচ. এস.সি. তে ফেল করলো ? আর অন্যদিকে অখ্যাত অবহেলিত কলেজ গুলিতে এস.এস.সি তে জিপিএ- ৪,৩,২ নিয়ে ভর্তি হয়ে ও জিপিএ- ৫ পেয়ে এইচ. এস.সি পাশ করেছে। এসব অখ্যাত অবহেলিত কলেজ গুলির প্রতি সরকারের সুনজর দেয়া উচিৎ । এসব কলেজের শিকদেরকে অন্ততঃ সম্মাননা পত্র দিয়ে হলেও উৎসাহ দিতে হবে । তা না হলে ভাল মন্দের কোন পার্থক্য থাকবে না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.