আমি প্রকৃতি প্রেমি এক যাযাবর
এবারর এইচ. এস.সি পরিক্ষার ফলাফলে দেখা গেছে রাজধানির নামি দামি কলেজের তুলনায় অখ্যাত অবহেলিত কলেজ গুলিতে ভাল রেজাল্ট করেছে ! এসব নামি দামি কলেজে এস.এস.সি.তে জিপিএ- ৫ পাওয়া ছেলে মেয়েরা ভর্তি হয়ে জিপিএ- ৪,৩,২ এমনকি ফেল পর্যন্ত করেছে ! বিষয়টি অত্যান্ত উদ্বেগ জনক এবং লজ্জাজনক। এসব নামি দামি কলেজগুলোকে জবাব দিহিতার আওতায় আনা উচিৎ ! এখানে উলেখ্য যে নামি দামি কলেজ গুলোতে ভর্তির সময় প্রচুর অর্থ ব্যয় করতে হয় । খুঁজে বের করতে হবে কার অবহেলায় একজন সেরা মেধাবী ছাত্র এস. এস. সি তে জিপিএ-৫ পেয়েও এইচ. এস.সি. তে ফেল করলো ?
আর অন্যদিকে অখ্যাত অবহেলিত কলেজ গুলিতে এস.এস.সি তে জিপিএ- ৪,৩,২ নিয়ে ভর্তি হয়ে ও জিপিএ- ৫ পেয়ে এইচ. এস.সি পাশ করেছে। এসব অখ্যাত অবহেলিত কলেজ গুলির প্রতি সরকারের সুনজর দেয়া উচিৎ । এসব কলেজের শিকদেরকে অন্ততঃ সম্মাননা পত্র দিয়ে হলেও উৎসাহ দিতে হবে । তা না হলে ভাল মন্দের কোন পার্থক্য থাকবে না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।