আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হল এইচএসসি পরীক্ষা

প্রথম আসরে সাকিব বার্বাডোজ ট্রাইডেন্টস ও তামিম সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেছিলেন।

সিপিএলের দ্বিতীয় আসর শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। তাই সাকিব, তামিম সেখানে খেললে কিছুটা হলেও সুবিধা পাবে জাতীয় দল।

নিলামের জন্য খসড়া তালিকায় অস্ট্রেলিয়ার ৩২, পাকিস্তানের ২৬, দক্ষিণ আফ্রিকার ২৩, নিউ জিল্যান্ডের ১৩ ও শ্রীলঙ্কার ১১ জন ক্রিকেটারের সঙ্গে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা।

গতবারের মতো এবারোও বাংলাদেশের আর কেউ নিলামের জন্য সুযোগ পাননি।

জিম্বাবুয়ের সাবেক বাঁহাতি স্পিনার রে প্রাইস, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও নেদারল্যান্ডসের টম কুপারও আছেন খসড়া তালিকায়।

সিপিএলের প্রত্যেক দলে সর্বোচ্চ ১৯ জন খেলোয়াড় নেয়া যাবে।

টুর্নামেন্টের সূচি এখনো দেয়া হয়নি। জুলাই-অগাস্টে হবে সিপিএল। অগাস্টের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ।



 
 

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.