শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত পাঁচ বছরেই এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু হলেও এবার দুদিন পিছিয়ে যাচ্ছে।
সুবোধ চন্দ্র ঢালী বলেন, উপজেলা নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের অনুরোধে এবছর এইচএসসি ও সমামানের পরীক্ষাসূচিতে এই পরিবর্তন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ৩১ মার্চ ৬৫ উপজেলায় ভোট হবে।
এর আগের চার দফা ভোটের কারণে এসএসসির দুটি বিষয়ের পরীক্ষা এক মাস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।