সত্য ও ন্যােয়ের প্রতীক ডিজিটাল পদ্ধতিতে আজ প্রকাশিত হতে যাচ্ছে ২০১১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবার পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূরণের আগেই ফল প্রকাশ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করবেন। এর আগে সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দেশের ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে এ তথ্য জানা যায়। দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে আজ বেলা ২টায় একযোগে ফল প্রকাশ করা হবে। এ বছর থেকে পেপারলেস (কাগজহীন) ফল প্রকাশের ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, বোর্ড প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলের মাধ্যমে সংগ্রহ করে প্রকাশ করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোকে http://www.educationboard.gov.bd ওয়েবসাইটের ওয়েব মেইল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।