বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
দেশের সাতটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত 2006 সালের এইচএসসি পরীক্ষার ফল চলতি মাসের দ্বিতীয় সপ্টস্নাহে ঘোষিত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) এবং মাদ্রাসা বোর্ডের আলিম, ফাজিল ও কামিল পরীক্ষার ফল ঘোষণা করা হবে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্পকের কার্যালয় সহৃত্রে এ তথ্য জানা গেছে।
সাত বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় মোট 4 লাখ 18 হাজার 869 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
বিভিল্পম্ন শিক্ষা বোর্ড সহৃত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী সংখ্যা 1 লাখ 33 হাজার 526। রাজশাহী শিক্ষা বোর্ডে 98 হাজার 942, কুমিল্ক্না শিক্ষা বোর্ডে 43 হাজার 261, যশোর শিক্ষা বোর্ডে 66 হাজার 750, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 31 হাজার 905, বরিশাল শিক্ষা বোর্ডে 25 হাজার 618, সিলেট শিক্ষা বোর্ডে 18 হাজার 867 জন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর আলিমে 48 হাজার 52 জন, ফাজিলে 18 হাজার 849 জন এবং কামিল পরীক্ষা দিয়েছে 8 হাজার 250 জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসির (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী সংখ্যা 43 হাজার 360। গত 13 মে থেকে শুরু হয়ে 22 জুন পরীক্ষা শেষ হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।