আমাদের কথা খুঁজে নিন

   

এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, আটক ৩

শেরপুরে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ফটোস্ট্যাট মেশিনসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

২ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে শহরের কলেজ মোড়, ডিসি গেট ও নতুন বাস টার্মিনাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন ওয়ার্ল্ড আইটির মালিক আনিসুর রহমান (৩০), শাপলা লাইব্রেরির মালিক আসাদুজ্জামান বিপুল (২০) ও কল্যাণ কুমার রায় (২১)।

শেরপুরের এসএসপি সার্কেল মো. শাহজাহান জানান, এসব ফটোস্ট্যাট দোকান থেকে এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্রের ‘ক’ সেট নামে আট কপি প্রশ্নপত্র ও হাতে লেখা উত্তরপত্র উদ্ধার করা হয়।

এরা চড়া মূল্যে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বলে পরীক্ষার্থীদের কাছে এসব প্রশ্ন ও উত্তরপত্র বিক্রি করা হচ্ছিল।

আটককৃতদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে । প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ।

এদিকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অমূলক। এসব অপপ্রচার ছাড়া কিছুই নয়।

তিনি বলেন, সারা দেশে  ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা নিয়ে কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিগত পাঁচ বছরে কোন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নেই। এবারও হওয়ার আশঙ্কা নেই।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.