এইচএসসি পরীক্ষার ফলাফল পদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল হতে যাচ্ছে। ইন্টারনেটেই পুরো ফল প্রকাশিত হবে। বর্তমানে কয়েকটি প্রতিষ্ঠানে ইন্টারনেটে ফল পাঠানো হয়। গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সব বোর্ড চেয়ারম্যান ও সিস্টেম এনালিস্টরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা যায়, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এ প্রক্রিয়ার বাইরে আগের মতো কাগজে মুদ্রিত অবস্থায় আর এইচএসসির ফল প্রকাশিত হবে না। চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, ইন্টারনেটে পুরো ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও এ পদ্ধতি প্রতিষ্ঠানের প্রধানরা কতখানি আয়ত্ত করেছেন তা পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রধানরা এ পদ্ধতি আয়ত্ত করতে পারলেন কি না তা যাচাই করার জন্য টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে কয়েক দিনের মধ্যে এসব প্রতিষ্ঠানের ই-মেইলে একটি করে বার্তা পাঠানো হবে।
ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে একটি ই-মেইল ঠিকানা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগেই দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের প্রধানরা এ বার্তা পেলেন কি না, পড়তে পারলেন কি না তা জানিয়ে বোর্ডে ফিরতি ই-মেইল করবেন। তাঁরা এ পদ্ধতি আয়ত্ত করতে পারলে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মঞ্জুরুল কবীর কালের কণ্ঠকে বলেন, কাগজে মুদ্রিত ফলাফল প্রকাশ করা হবে না বলে গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো বলেন, http://www.educationboard.gov.bd এই ওয়েবসাইটের ওয়েব-মেইলে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল ও পাসওয়ার্ড লিখে ফলাফল ডাউনলোড করা যাবে।
একই সঙ্গে ফলাফল প্রত্যেক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ পদ্ধতিতে ফলাফল ডাউনলোড করতে না পারে, সে ক্ষেত্রে জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার ই-মেইল থেকে তা ডাউনলোড করা যাবে।
মঞ্জুরুল কবীর বলেন, আগে ফলাফল জেলা প্রশাসকের কাছে পাঠানো হতো। জেলা প্রশাসক কেন্দ্র সচিবের কাছে পাঠাতেন। কেন্দ্র সচিবের কাছ থেকে প্রতিষ্ঠানের প্রধান ফলাফল সংগ্রহ করতেন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়।
সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ, ৫জুলাই ২০১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।