আমাদের কথা খুঁজে নিন

   

শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম

অতএব কষ্টের সাথ সফলতা রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে সফলতা রয়েছে, অতএব যখনই সময় পাও কঠোর পরিশ্রম কর। {আল-ইনশিরাহঃ৫-৭} বিভিন্ন রকমের জাল হাদীসের প্রচলন আমাদের দেশে রয়েছে। অনেক লোকজন এগুলোকে অত্যন্ত যত্নের সাথে নিজের মধ্যে লালন পালন করে। আর মনে প্রানে বিশ্বাস করে। তারা এগুলোকে হাদীস বলেই প্রচার করে।

ইলমের ফযীলতে বানানো একটি জাল হাদিস হচ্ছে, “ শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম ” সাখাবী, যারকানী, মোল্লা আলী কারী প্রমুখ মুহাদ্দিস জানিয়েছেন যে, কথাটি খুব সুন্দর শুনালেও তা রাসুলুল্লাহ (সাঃ) এর নয়। যারকাশী বলেছেনঃ বাক্যটি আসলে হযরত হাসান বসরীর (রাহ) উক্তি। (১) # সাখাবী, আল-মাকাসিদ ৩৭৭ পৃঃ, যারকানী, মুখতাসারুল মাকাসিদ ১৭২ পৃঃ, মুল্লা কারী, আল আসরার ২০৭ পৃঃ, আল-মাসনূয় ২৫৫ পৃঃ, শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৯। ইলমের ফযীলতে বানানো একটি জাল হাদিস হচ্ছে, “ শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম ” সাখাবী, যারকানী, মোল্লা আলী কারী প্রমুখ মুহাদ্দিস জানিয়েছেন যে, কথাটি খুব সুন্দর শুনালেও তা রাসুলুল্লাহ (সাঃ) এর নয়। যারকাশী বলেছেনঃ বাক্যটি আসলে হযরত হাসান বসরীর (রাহ) উক্তি।

(১) # সাখাবী, আল-মাকাসিদ ৩৭৭ পৃঃ, যারকানী, মুখতাসারুল মাকাসিদ ১৭২ পৃঃ, মুল্লা কারী, আল আসরার ২০৭ পৃঃ, আল-মাসনূয় ২৫৫ পৃঃ, শাওকানী, আল-ফাওয়াইদ ২/৩৬৯। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.