When you become detached mentally from yourself and concentrate on helping other people with their difficulties, you will be able to cope with your own more effectively. Somehow, the act of self-giving is a personal power-releasing factor. ছোট বেলা থেকেই মেয়েদেরকে শেখানো হয়, মাথা নিচু করে চলবে। কেউ কিছু বললে উত্তর দেবে না। যে যাই বলুক তুমি চুপ করে থাকবে। কিন্তু এই প্রথাগত শিক্ষা ভিকারুন নিসার মেয়েরা পায় নি। ছোট বেলা থেকে তারা শিখেছে যেখানেই অন্যায় দেখবে, কথা বলবে।
কখনও অন্যায়কে প্রশ্রয় দেবে না। যেটা খারাপ, যেটা ভুল সেটা কোনদিন সত্য হতে পারে না। তুমি মেয়ে নউ। তুমি মানুষ। যদি ভুল না করো, তবেঁ মাথা নিচু করে হাটবে না।
মানুষের মর্যাদা নিয়ে চলবে।
বেক্তি জীবনে এই শিক্ষাগুলো কত টুকু কাজে লাগাতে পেরেছি জানি না। তবেঁ সমস্টিক ভাবে আমরা অনেক টুকুই সফল। আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করিনি। আমাদের বোন আমাদেরকে তার প্রতিবাদি শক্তিতে বলিয়ান করেছে।
সে যে শুধু নিজের বিচারের দাবি করেছে তাই নয়। আরও অনেক মেয়েকে বাচিয়ে দিয়েছে। আর তার শক্তিতে আজ গোটা বাংলাদেশের নারী সমাজ শক্তিশালি হচ্ছে।
আজ প্রথম আলো তে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের দুজন আপুর লেখায় ও উঠে এসেছে আমাদের প্রতিবাদের প্রশংসা। আপু দুজন লিখেছেন---
'অন্যায়ের বিপক্ষে না দাঁড়ানো প্রশাসনকে মেয়েদের নিরাপত্তার বিষয়ে সক্রিয় করতে ভিকারুননিসা নূন স্কুলের মেয়েদের সংঘবদ্ধ রূপ দেখে আমরা আশ্বস্ত হয়েছি।
আমরা দেখেছি, ভিকির মেয়েরা আদর্শ-বিবর্জিত ‘রাজনীতি’ না করে ন্যায়সংগত দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে, মানববন্ধন করেছে, সমাবেশ করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে দাঁড়িয়ে ভিকিরা শপথও করেছে যে বাংলাদেশে যৌন নিপীড়নবিরোধী যেকোনো আন্দোলনে তারা একসঙ্গে দাঁড়াবে। '
তারা আরও বলেন---
'আমরা সাহসী উত্তরসূরিই চাই, যারা আমাদের ব্রিটিশ খেদাও আন্দোলন ও মুক্তিযুদ্ধের মতো ইতিহাস ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা চাই না, মেয়েরা যৌন নিপীড়নের লজ্জায় আত্মহত্যার পথে হাঁটুক। '
আজ আমাদের দেখা দেখি আরও অনেকে ন্যায়ের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এসেছে।
আজ আমরা দেখলাম চট্টগ্রামের চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বালিকা বিদ্যালয়গুলোতে ভিকারুন্নেসার মত গণহারে পরিমল আতংক ভর করেছে। এ নিয়ে চট্টগ্রাম উত্তপ্ত হয়ে উঠছে। খবর তাক জেভাবে পড়েছিলাম তার কিছু চুম্বক অংশ তুলে দিচ্ছি---
' ক্ষুদ্ধ অভিবাবক ছাত্রীরা যে কোন সময় ভিকারুন্নেসার ছাত্রীদের মত রাস্তায় নেমে আসবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। '
আরেকটি ঘটনার কিছু অংশ---
' সুজানগরে ৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষক সাসপেন্ড ''
পাবনা, ২৫ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): পাবনার সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌন হয়রানিকারী শিক্ষক আবুল কালাম আজাদকে (৪০) অবশেষে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
এর আগে তাকে শাস্তি স্বরূপ স্ট্যান্ড রিলিজ করে উপজেলার সারিরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। '
একটি দেশের আইন শৃঙ্খলার অবস্থা বুঝতে হলে সেই দেশের মেয়েদের অবস্থাকে মানদণ্ড ধরা হয় অনেক দেশেই। বোঝাই যাচ্ছে এক্ষেত্রে আমাদের দেশের অবস্থা কি! তবেঁ আসার কথা কোন রূপ বিশৃঙ্খলার সৃষ্টি না করে ভিকিরা আন্দলনের যে নতুন রূপ দেখালো টা সত্যিই দেশের বাকি নারী সমাজকে তাদের দাবি আদায়ে উদ্বুদ্ধ করবে বলে আমরা বিশ্বাসী। পরিশেষে এক্তাই কথা আর একটা পরিমল ও দেখতে চাই না। সব কয়টা পরিমলের বিচার চাই!
Click This Link
Click This Link
লিঙ্ক গুলো দিয়ে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।