জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা আজকের প্রথম আলোর খবর । প্রায় চার মাস আগে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করে তার ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করা হয়। ধর্ষকদের চাপে বিষয়টি গোপন রেখেই মেয়েটিকে বিয়ে দিতে বাধ্য হয় তার দরিদ্র পরিবার। তবু মেয়েটির শেষরক্ষা হলো না। চাঁদা না পেয়ে ধর্ষণের ওই দৃশ্য মেয়েটির জামাই ও শ্বশুরবাড়ির লোকজনকে দেখায় ধর্ষকেরা।
ছড়িয়ে দেয় মুঠোফোনে। জামাইয়ের শারীরিক নির্যাতনের একপর্যায়ে বিবাহবিচ্ছেদে বাধ্য হয় মেয়েটি।
এদিকে, আপত্তিকর ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ায় ক্ষোভ ও ঘৃণায় ১৮ জুলাই রাতে আত্মহত্যা করেন বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্রী গৃহবধূ সুপর্ণা বালা। এ ঘটনার এক সপ্তাহ না-যেতেই নগরের আরেক কলেজছাত্রীর নগ্নচিত্র ধারণ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছেন তাঁর কথিত প্রেমিক আমিনুল ইসলাম রিয়াজ।
আমরা কোথায় কিভাবে বাস করছি ? এর চেয়ে জঙ্গলে বাস করা তো অনেক সহজ ।
নবম শ্রেনীর ছাত্রীটিকে তো দুবার খুন করা হল একবার ধর্ষন করে আরেক বার বিয়ে ভেঙ্গে দিয়ে । এরা কি মানুষ ? অবশ্যই না তাহলে মানুষের কোর্টে এদের বিচার করার দরকার কি সরাসরি এদেরকে মের ফেলা উচিৎ । দুঃখ হয় অসহায় মেয়েটি ও তার পরিবারের জন্য, তাদের বাঁচার কোন অবলম্বন অবশিষ্ট রইলো না । পাঠক ভাবুন মেয়েটি আপনার বোন অথবা আপনার মেয়ে, তাহলে আপনার কি ইচ্ছে হবেনা ঐ দুর্বৃত্তদের মেরে ফেলতে ? মেয়েদের বলছি, আপনারা সচেতন হোন । প্রেম ঐশ্বরিক দান, প্রেম পবিত্র, প্রেম করায় কোন দোষ নেই, দোষ হলো এর অপব্যবহার করার মধ্যে, এবং পরে, এর একশভাগ দায় মেয়েদের ঘাড়েই এসে পড়ে, তাই মেয়েদেরই সাবধান হতে হবে আগে, যাতে প্রেমের ফাঁদে ফেলে কেউ আপনার দূর্বলতার সুযোগ নিতে না পারে ।
সুতরাং সঙ্গীকে চেনা ও বোঝার দায় আপনারই। ভুল সঙ্গী জীবননাষের কারন হতে পারে, সঠিক সঙ্গী জীবনকে সুখী ও আনন্দময় করে তুলতে পারে । গৃহবধূ সুপর্ণা বালা ও ভূয়া প্রেমিক আমিনুল ইসলাম রিয়াজ এর প্রেমিকার জীবন থেকে শিক্ষা নিন, পথ খুজে পাবেন। । আর ছেলেদের কোন দায় নেই ? অবশ্যই আছে ।
প্রতিটা বিবেকবান ছেলের দায় আছে, যারা বিবেক দ্বারা চালিত তারা এসব করেনা, করতে পারেনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।