আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশ ও আমাদের অসভ্যতা

জীবন চলছে তো চলছেই..................... ভাবতে ভালই লাগে যখন দেখি বাংলাদেশটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে,তথ্য প্রযুক্তির এই যুগে আমরাও থেমে নেই । পৃথিবীর সাথে তাল মিলিয়ে না হলেও পেছন পেছন হাটতে শুরু করেছি । গ্রামে না হলেও শহরগুলিতে তথ্যপ্রযুক্তি মোটামুটি হাতের মুঠোয় । এখন চাইলেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরএক প্রান্তে যোগাযোগ করতে পারছি নিমিশেই । আর সবচাইতে যোগা্যোগের যে মাধ্যমটি আমাদের সকলের কাছে এবং গ্রামে গঞ্জে সব খানে ছরিয়ে পরেছে তা হল মোবাইল ফোন ।

আমরা আজ মোবাইলের মাধ্যমে শুধু কথা বলা নয় সেই সাথে ইন্টার নেট,ব্যাংকিং আরও অনেক সুবিধা যুক্ত হচ্ছে এই মোবাইল কে কেন্দ্র করে । বিজ্ঞানের যেমন ভাল দিক আছে তেমন খারাপ দিক ও আছে । মোবাইলের ক্ষেত্রে তার ব্যতিক্ক্রম হয়নি(আমরা হতে দেইনি)। মোবাইলের অন্য অপকারিতার কথা নাই লেখলাম কিন্তু গত কয়েক দিন ধরে পত্রিকার( Click This Link Click This Link ) মাধ্যমে জানতে পারছি অনেক আত্মহননের ঘটনা ঘটেছে/ঘটছে এই মোবাইলকে কেন্দ্র করে। মবাইল ফোন বাজারে বেশ সস্তায় কিনতে পাওয়া যায়,আর এর প্রসার ঘটেছে চাইনিজ কম্পানির বদৌলতে।

অল্প কিছু টাকা হলেই ভিডিও কেমেরা সহ মোবাইল পাওয়া যাচ্ছে,এই জিনিসটাই আমদের তরুনদের( ছেলেদের) ঠেলে দিচ্ছে অনৈতিগতার দিকে । আমার মনে হয় তরুন ছেলেরা আগ্রহান্নিত হচ্ছে এই অনৈতিকতার দিকে যেতে( আমি জানিনা আপনারা আমার সাথে এক মত হবেন কিনা )। এই জিনিসটা একটা সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে। জানিনা এই থেকে পরিত্রানের উপায় কি । আর এই ঘটনাগুলি ঘটছে বেশির ভাগ গ্রামাঞ্চলে,যেখানে আমাদের গ্রামের মেয়েরা ডিজিটাল এই ডিভাইসটার অপব্যবহার সম্পর্কে বুঝে উঠতে পারেনি এখনও ।

কোন কোন সময় তারা প্রেমিক দ্বরা প্রতারিত হচ্ছে অথবা ভয় ভীতী বা অবস্থার স্বীকার হচ্ছেন । কিভাবে আমাদের মা,বোনেদের এই অভীশাপ থেকে রক্ষা করা যায়? উপায়গুলি শেয়ার করলে পাতঠকদের প্রতি কৃতজ্ঞ থাকব । সবার কাছ থেকে মন্তব্য আশা করছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.