আমাদের কথা খুঁজে নিন

   

কে বলেছে আপনাদের অটিস্টিকদের ব্যাপারে এতো দরদী হতে?

আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, দেশ নিয়ে আর একটি লাইনও লিখবো না। কারণ, ইদানীং আমি খুব ভয় পাই। কিন্তু বিডি নিউজে প্রকাশিত একটি খবর পড়ে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। এ কোন দেশে বাস করছি আমরা ? খবরটার শিরোনাম হচ্ছে তারা জানালো তারা পারে .. . এখানে তারা শব্দটার মানে হচ্ছে একদল দেবশিশু, তাদের একটাই সমস্যা, তারা অটিস্টিক। সোনিয়া গান্ধিকে দাওয়াত করে নিয়ে আনা হয়েছে, এইসব অটিস্টিক শিশুদের নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত একটি সম্মেলনে অংশ নিতে।

এই মহতী অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা শেখ সায়মা ওয়াজেদ। রূপসী বাংলা হোটেলে এইসব মানসিক সমস্যাক্রান্ত শিশুরা যখন অতিথিদের মনোরঞ্জন করছেন, তখন এইসব শিশুদের বাবা মারা হোটেলের বাইরে দারুন উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করেছেন। তাদেরকে অনুষ্ঠানস্থলে ঢুকতে দেয়া হয়নি। কারণ খুব সম্ভবত নিরাপত্তা। আর দেশে ভিআইপির সংখ্যা এতো বেশি যে, যাদের নিয়ে অনুষ্ঠান তাদের বাবামাদের জায়গা হয়নি অনুষ্ঠানস্থলে।

কিন্তু সমস্যাটি হচ্ছে, এইসব শিশুরা স্বাভাবিক কোনো শিশু নয়, এরা অটিস্টিক চাইল্ড। এই অটিস্টিক শিশুদের একজনের মা জানিয়েছেন, "আমাকে অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। আমার দশ বছরের ছেলেটা আমাকে ছাড়া কখনো থাকেনি। " অটিস্টিক শিশুদের জন্য দরদ দেখিয়ে অনুষ্ঠান করবেন, বড়ো বড়ো বক্তৃতা দেবেন, নাম ফাটাবেন আর অটিস্টিক শিশুদের সমস্যা বুঝবেন না? তাদেরকে বাবামাকে অনুষ্ঠানস্থলের বাইরে দাঁড় করিয়ে রাখবেন? কে বলেছে আপনাদের অটিস্টিকদের ব্যাপারে এতো দরদী হতে? কেন কষ্ট দিলেন অটিস্টিক বাচ্চাগুলোকে? কেন? আপনাদের ঘৃণা করার মতো আর কোনো ঘৃণা আমার অবশিষ্ট নেই। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।