"হয়তো আমি ছিন্ন ঘুড়ি নাটাই ছাড়া উড়ি...! তাই বলে কি হোঁচট খেয়ে বারংবার তোদের নিকট মরি...! নিজেকে আমি সবসময়ই একাকী রাখতে পারি...! তোদের কথা ভেবে আবার সবার মাঝে ফিরি...! তোদের মাঝে কেউ কি আছে মনটা আমার বুঝিস...? সুযোগ পেলে অগোচরে ক্ষতি আমার করিস...! আক্ষেপ আমার এমন মানুষ নেই...! বিপদে করে সাহায্য প্রকৃত বন্ধু সেই ই...! ভালো বন্ধু সবার থাকে জানি...! এই জায়গায় নিঃস্ব মনে হয় আমি...! "মনে পড়ে তখন মায়ের কথা...! যার আঁচলের ছাঁয়ায় অস্তিত্ব আমার ঢাকা...! চারিপাশ যেন অফুরন্ত মমতায় গাঁথা...! এরই মাঝে আমার পথচলা...! কিযে পথ চল্লুম...! মায়ের কথা ছাড়া চলা কি রকম মজা...! ফালতু বন্ধুর এ কোন যে জ্বালা...! গোপন কথা বলতে গিয়ে পড়লাম শেষে ধরা...! জানা মতে কখনও ক্ষতি করিনি তো কারো...! আমার সাথেই তাই এমন কেন হলো...? এই প্রশ্নের উত্তর আমার নিকট নাই...! যদি কেউ জানো তাহলে বলা চাই ই চাই...! দুদিনের বন্ধু হতে পারে অতি ভয়ঙ্কর...! বন্ধু করার আগে তাই ভাবুন কয়েক বার...! নাহলে নিশ্চিত, সে হবে বন্ধু গুপ্তচর...! ||" ¤এনায়েত মনন¤।.।।.।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।