আমাদের কথা খুঁজে নিন

   

পাছায় ১০০ বেত্রাঘাতের ব্যাবস্থা করা হলে খুশি হতাম।

গত কয়েক দিন ধরে অপেক্ষা করছিলাম বাংলাদেশ-লেবাননের ম্যচটির জন্য।রাতে ঘুমোতেও পারিনী ভালো কারন খেলার জন্য। এই খেলাটির মধ্যে একটা ভাল সম্ভাবনা ছিল কিছুটা হলেও দেশের সম্মান বয়ে আনার কিন্তু একি? লেবাননের কছে ৪-০তে হার। আমাদের এশিয়ার শক্তিধর দেশগুলো অর্থাৎ জাপান কোরিয়া ইরান সৌদি, এদের দু একটির সঙ্গে বাংলাদেশের খেলা দেখেছি,মনে হয় বাবা যেন তার শিশু পুত্রের সঙ্গে বল নিয়ে খেলছে। বেশ ক বছর আগে দেশের সবচয়ে বড় এক ফুটবল দলের ক্লাবে গিয়েছিলাম,পরের দিন গুরুত্বপূ্‌র্ন লীগ খেলা,প্রশিক্ষন শেষে দেখি ফেনসিডিল খাওয়ায় প্রায় সবাই ব্যাস্ত। একনামে সে সব খেলোয়ারদের হয়তো চিনবে সবাই। দেশে বা,ফু,ফে রয়েছে যা দূর্নীতি আর অনিয়মে ডুবে আছে। দেশের অর্থ ভোগ করে এরা জনগনের সঙ্গে যেন তামাসা করছে। বিভিন্ন খেলাধুলায় বিশ্বদরবারে যে পারফরম্যান্স দেখাচ্ছে বাংলেদেশ তাতে মাথা উঁচূর পরিবর্তে নীচূ হচ্ছে দিন দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.