তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি
সকাল থাইকা সামুতে ব্যাপক বিশেষজ্ঞ শেয়ার কারবারির পোস্ট দেখতাছি। কত রকমের বিশ্লেষণ আর পর্যবেক্ষণ। এসব বিশ্লেষক আর বিশেজ্ঞদের বেশিরভাগই সরকাররে ইচ্ছামত গদাম দিতাছেন। হরতাল আহবান করতাছেন। কেউ কেউ এক ধাপ আগাইয়া অর্থমন্ত্রীরে এক্কেবারে লটকাইয়া দিতাছেন।
এসব বিশেষজ্ঞ আর বিপ্লবী ভাইজানদের কাছ থাইকা এক কথায় জানবার চাই , যখন অস্বাভাবিক দাম বাড়ছিল তখন কয়জন সাবধান হইছিলেন বা সাবধান করছিলেন।
যদি সাবধান না হইয়া থাকেন বা কইরা থাকেন তাইলে ব্লগে বিপ্লব বা রাস্তায় ভাংচুর না কইরা নিজের পাছায় গরম পানির ছেকা দেন। তাইলে ভবিষ্যতে জায়গায় অজায়গায় বসবার আগে অন্তত একবার হইলেও ভাববেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।