কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।
সাগরকন্যা খ্যাত পর্যটন এলাকা কুয়াকাটায় নির্মিত হচ্ছে দেশের প্রথম ট্যুরিজম সিটি। ৩০ একর জমির ওপর নির্মিত ওই সিটির নাম কুয়াকাটা গ্রিন ডেল্টা ট্যুরিজম সিটি। এ সিটির কাজ শুরু করার জন্য এরই মধ্যে জমি কেনা হয়েছে। নকশাও তৈরি হয়ে গেছে।
গ্রিন ডেল্টা হাউজিং কম্পানি এ ধরনের প্রকল্প তৈরি করছে। এ সিটি নির্মিত হলে কুয়াকাটায় পর্যটকদের জন্য সব ধরনের বিনোদন ব্যবস্থা থাকবে। পর্যটকদের সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য কুয়াকাটা ব্যাপক পরিচিতি লাভ করবে।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি ব্যবহারের অনাপত্তি নিয়ে পরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিটি নির্মাণের কাজ শুরু হবে। এ কাজ বাস্তবায়নের জন্য ২০১৮ সাল পর্যন্ত প্রকল্প সময় নির্ধারণ করা হয়েছে।
এখানে পাঁচ তারকা হোটেল, স্টুডিও টাইপ সার্ভিস অ্যাপার্টমেন্ট, সুইমিং পুল, অ্যামিউজমেন্ট পার্ক, কার পার্কিং, সুইমিং পুল, হোটেল-মোটেল সবই থাকবে। ইতিমধ্যে গ্রিন ডেল্টার প্রকৌশলী টিম বিশ্বের বিভিন্ন দেশের ট্যুরিজম সিটিগুলো পরিদর্শন করেছে। ওই অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁরা কাজ করছেন।
কম্পানির ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন বলেন, বর্তমান সরকার ২০১১ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে। আমরা কঙ্বাজারের পাশাপাশি কুয়াকাটাকে গুরুত্ব দিচ্ছি।
কুয়াকাটাকে সরকার আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাইছে। ২০১৩ সালের মধ্যে ঢাকা-কুয়াকাটার মধ্যে ফেরিবিহীন যোগাযোগ চালু হবে। কুয়াকাটাতে দেশের তৃতীয় বৃহত্তম সমুদ্রবন্দর স্থাপন করা হবে। কুয়াকাটা হবে এশিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র।
বিস্তারিত এখানে দেখুন
সূত্রঃ সুখবর
কুয়াকাটায় ভ্রমনব্লগ--
ঘর হতে কয়েক পা ফেলিয়া (ছবিসহ বিস্তারিত) পর্ব-কুয়াকাটা, ফাতরার চর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।