http://profiles.google.com/mshahriar গত কয়েকদিন ধরেই বাসার সামনের রাস্তায় হাঁটু পানি জমে আছে৷ একেবারে রাস্তার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত৷ হাঁটতে হলে পানিতে না নেমে উপায় নেই৷ সেই দেখে নাসিরুদ্দিন হোজ্জার একটা গল্প মনে পড়ে গেলো৷ হোজ্জা বড় মজার মানুষ ছিলো৷ এর কাজকারবার আমার বরাবরই খুব মজা লাগে৷ তো এই মানুষটা একদিন রাস্তায় বের হয়েছে৷ বৃষ্টির ফলে রাস্তায় হাঁটু পানি৷ পানি থেকে পা বাঁচিয়ে হাঁটার জন্য রাস্তার মাঝখান দিয়ে ইট বিছানো হয়েছে৷ হোজ্জা ইটের উপর দিয়ে হেঁটে যাচ্ছে৷ হঠাৎ সে দেখে উল্টোদিক থেকে আরেকজন হেঁটে আসছে৷ এখন সামনে যেতে হলে দু'জনের একজনকে ইট থেকে পানিতে নেমে দাঁড়াতে হবে৷ হোজ্জা গম্ভীর মুখ করে বললো- তুমি যদি এক্ষুনি ইট থেকে নেমে না দাঁড়াও তাহলে আমি কিন্তু কালকে যা করেছিলাম তাই করবো৷ সে লোকটা থতমত খেয়ে ভাবলো হোজ্জা না জানি কি করবে৷ এমনিতে হোজ্জা পাগল টাইপ লোক, কখন কি করে বসে ঠিক নেই৷ একে বেশি না ঘাটানোই ভালো৷ ভয়ে ভয়ে সে তাড়াতাড়ি ইট থেকে পানিতে নেমে দাঁড়ালো৷ হোজ্জা জায়গাটা আরামসে পার হয়ে গেলো৷ লোকটার খুব কৌতুহল হলো- হোজ্জা সাহেব, কালকে আপনি কি করেছিলেন জানতে পারি কি? - হু, নিশ্চয় পারো৷ কালকে আমিই পানিতে নেমে দাঁড়িয়েছিলাম৷ নীতিকথা বা ইতিকথাঃ এ গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে হোজ্জাদের সেই আমলেও রাস্তায় পানি জমতো৷ আর আমাদের দেশ তো সবসময় উন্নয়নের জোয়ারে ভেসে যায়, রাস্তার পানি সে আর বেশি কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।