আমাদের কথা খুঁজে নিন

   

হাঁটু পানির জলদস্যু

বাঁশতলা থেকে যে রাস্তাটা আমাদের বাসার সামনে দিয়ে বোটঘাটের দিকে চলে গেছে, মাত্র আধা ঘন্টার জোরালো বৃষ্টিতে সে রাস্তা হাঁটু পানিতে তলিয়ে যায়৷ এই বক্তব্যে অতিরঞ্জিত কিছু নেই, তেমন জোরালো বৃষ্টি হলে আধা ঘন্টার কম সময়ই যথেষ্ট৷ ২০০৩ বা ৪ সালের বন্যার সময় প্রায় মাসখানেক রাস্তাটা প্রায় কোমর পানির নীচে তলিয়ে ছিলো৷ মনে পড়ে, সে সময় আমরা এলাকার অধিবাসীরা নৌকা করে যাতায়াত করতাম৷ সকালে বাসা থেকে বের হয়ে নৌকা করে বাঁশতলা গিয়ে তারপর অফিস রওনা হতাম, আবার সন্ধায় বাঁশতলা এসে নৌকায় চেপে বাসা৷ সে বড় চমৎকার অভিজ্ঞতা ছিলো৷ নৌকা করে যাওয়ার সময় পানিতে নানা রকম বিচিত্র জিনিস ভেসে যেতে দেখা যেতো৷ সেসব দৃশ্যের সবটাই সুখকর ছিলো না৷ বর্ষার শুরু থেকেই দুইদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে৷ তবে সে বৃষ্টি তেমন জোরালো ছিলো না৷ আজকে সকালে ঘুমই ভাঙলো ঝুম বৃষ্টির শব্দে৷ আহ, বহুদিন পরে ঝুম বৃষ্টি৷ আধো ঘুম আধো জাগরণে অনেকক্ষণ ধরে বৃষ্টির শব্দ শোনা গেলো৷ কিন্তু বৃষ্টির শব্দ ছাপিয়েও বেশি আসছিলো মানুষের হৈ চৈ হট্টগোলের আওয়াজ৷ চীতকার চেচামেচি, মনে হচ্ছে বাইরে কিছু একটা হচ্ছে৷ তখন উঠে বারান্দায় গিয়ে দেখা গেলো কি ব্যাপার৷ পুরো রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে৷ আধা ঘন্টার বৃষ্টিতে যদি হাঁটু পানি হয়, তবে দুই ঘন্টার বৃষ্টিতে অন্তত গলা পানি হওয়ার কথা৷ কিন্তু রাস্তায় ঐ হাঁটু পানিই৷ বাকি পানি কোথায় গেছে কে জানে! সেই হাঁটু পানিতে মানুষজন চেচামেচি করতে করতে যাচ্ছে৷ কেনো চেচাচ্ছে কে জানে৷ কিন্তু সাংঘাতিক হট্টগোল৷ তখন একটা মিছিল এলো৷ এই এলাকায় ইউপি নির্বাচন হচ্ছে৷ কার পক্ষে যেনো মিছিলটা হাতে তালি চেচাতে চেচাতে হাঁটু পানিতে লাফাতে লাফাতে নরক গুলজার করে ফেললো৷ মনে হলো, ওরা হাঁটু পানিতে দস্যুতা করতে নেমেছে৷ হাঁটু পানির জলদস্যু৷ ঢাকা শহরের অন্তত ৮০ ভাগ আজ হাঁটু পানির তলে৷ পঁচা-গলা হাঁটু পানিতে নামলে সবারই মনে হয় দস্যুতা করতে ইচ্ছা করে৷ ঢাকাবাসী সবাই আজ হাঁটুপানির জলদস্যু৷ পাদটিকাঃ সকালে পত্রিকা দেয়নি দেখে টিভির সামনে বসলাম৷ চ্যানেল ঘুরাতে ঘুরাতে এক হিন্দি চ্যানেলে এসে থামলাম৷ দেখি ট্রাফিক সাহেব রাস্তা আটকে রেখেছে, কাউকে যেতে দিচ্ছে না৷ বলছে নেতা যাবে, নেতা যাওয়ার পর অন্যরা যেতে পারবে৷ অনেকক্ষণ অপেক্ষা করেও নেতার দেখা না পেয়ে একজন বলল- ঐ মিয়া, তোমার নেতা কই? ঠিক তখন একটা বিমান উড়ে গেলো৷ ট্রাফিক বিমানের দিকে তাকিয়ে এটেনশন হয়ে স্যালুট দিয়ে বললো- নেতা যাচ্ছে, সবাই স্যালুট৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.