ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
জগতের ব্যথারা জগত ঘুরে
আমারি বুকেতে এসে
বাসা বেঁধেছে,
ব্যথার নেশায় ব্যথার ঘোরে
ব্যথাভরা হৃদয় শুধু
ব্যথা সেঁধেছে।
একটা সময় ছিল.. যখন
আমারি এ বুকে
ছিলনাকো ব্যথা,
জগতের সকল শান্তির ঝর্ণা
সুখেরও মোহনা
ছিল যে হেথা।
এখন,
হৃদয়ের প্রতিটি, পরতে পরতে
শীত বর্ষা শরৎ, কিংবা হেমন্তে
কষ্টের নুন মাখা, জলের খেলায়
ভেসে যায় মন, দুঃখের ভেলায়
আত্মাটা ছায়া হয়ে, রয় শুধু একা
স্মৃতি হাতড়ায় তবু, পায়নাতো দেখা
এক টুকরো সুখের, পরশন সুখ লোভে
স্মৃতির হাঁটু জলে হৃদয়, শুধু শুধু ডোবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।