http://profiles.google.com/mshahriar শিশুকালে প্রচুর ইসলামী গল্পের বই পড়া হতো৷ ইসলামী গল্পের বই মানে ইসলামের বিভিন্ন নবী রাসুল বা আউলাদের কাহিনী গল্পের আকারে বলা৷ বেশিরভাগই শিশুতোষ বই, আর আমি তখন শিশুই ছিলাম৷ তো সেইসব বইয়ের স্মৃতি থেকে একটা কাহিনী বলি৷ কাহিনীটা বিশ্বাসযোগ্য কি না বা কাহিনীর কোনো ভিত্তি আছে কিনা বা ধর্ম জিনিসটা আদৌ বিশ্বাস্য কিনা সেসব আসলে গুরুত্বপূর্ণ না, কারণ কাহিনীর শেষটা চমৎকার৷ বইটা হাতের কাছে নেই বলে গল্পটা হুবহু বলা সম্ভব না, বরং আমার মতো করে বলি৷ কাহিনী নবি মুসাকে নিয়ে৷ নবী মুসা হচ্ছেন সৃষ্টি জগতের একমাত্র মানুষ যার সাথে স্রষ্টা সরাসরি কথা বলতেন৷ মুসা আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ সরাসরি তার উত্তর দিতেন৷ বা আল্লাহ মুসাকে কোনো কিছু বলতে চাইলে সরাসরি বলতেন, কোনো মাধ্যমের আশ্রয় নিতেন না৷ তো মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন৷ হাঁটতে হাঁটতে তিনি এক পুকুরের পাড়ে এসে থমকে দাঁড়ালেন৷ তিনি প্রায়ই এই পুকুরের পাশ দিয়ে হেঁটে যান৷ এর আগে যতোবার তিনি এ পথে গিয়েছেন পুকুরের পানি দেখেছেন সুন্দর পরিষ্কার৷ পরিষ্কার টলটলে সে পানি দেখলে মন ভালো হয়ে যেতো৷ অথচ কি আশ্চর্য, আজ পুকুরের পানি কুচকুচে কালো৷ সে পানি দেখলেই বোঝা যায় পানিটা নষ্ট হয়ে গেছে৷ পচা নষ্ট পানিতে মৃত মাছেরা ভেসে বেড়াচ্ছে৷ নবী মুসা কিছু বুঝতে পারলেন না৷ পানি এমন হওয়ার কারণ কি? তিনি বিস্মিত হয়ে আল্লাহকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন- পুকুরের পানি এমন হলো কি করে? আকাশ থেকে গায়েবি আওয়াজ হলো- এক ভয়ানক পাপী লোক এই পুকুরে হাতমুখ ধুয়েছিলো৷ তার পাপে পুকুরের পানি নষ্ট হয়ে গেছে৷ নবী মুসা কিছুক্ষণ চুপ করে রইলেন৷ আবার বললেন- কিন্তু মাছগুলো তো কোনো দোষ করে নাই? মাছগুলো মরে গেলো কেনো? উত্তর এলো- অসাধুর সাথে সাধু মিশলে তারও বিনাশ ঘটবে৷ গল্পটা এ পর্যন্তই৷ শেষ লাইনটা চমৎকার, সম্ভবত শুধু এই লাইনটার জন্যই আমার গল্পটা মনে আছে৷ আমাদের দেশ নেতৃ পূজার দেশ৷ নেতা নেতৃদের আমরা অন্ধের মতো ভক্তি করি৷ আর যে নেতা বা নেতাদের আমরা পূজা করি তারা সবাই আমাদের কাছে ফেরেশতা৷ এমন পরিস্থিতি আমি প্রায়ই দেখি যখন প্রিয় নেতা সম্পর্কে বলা হচ্ছে- সে ভালো, কিন্তু দলের অন্যরা খারাপ তো সে কি করবে? এমন কথা যখন শুনি তখন আমার ঐ লাইনটা খুব মনে পড়ে যায়৷ গুগল প্লাস লিঙ্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।