আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের নাম ব্রিজ

১. স্বপ্নে তুমিও কি শুধু দেখো লজ্জানত নিজ দাঁড়িয়ে আছো এই উন্নত অপরের উঠানে তা-পরে যেনতেন উপায়েঁকে গড়তে চেয়ে ব্রিজ মনের ভরা কথা বলে যাও বিরতিহীন গানে? ২. কোটি টাকার টেন্ডারে ব্রিজ খেতে পায় দু'লাখ যথেষ্ট কি সুষম খাদ্য হয় তাতে ব্রিজের জন্ম-পরে তাই তার দেহে শ-সহস্র ফাঁক ভেঙে পড়লে বুঝবে, আসলে, এ-ভাঙাটা নিজের। ৩. অপর খুব খুশী, এই ব্রিজ হোক, মোটে না-হোক উভয়ই তার ফরে, উভয়েই প্রফিট আছে তার--- এমনকী যদি তা ভেঙে তোতে ছুটেও আসে শোক তুমি হয়তো, এই শোক মেপে, বলবে অতি ভার। ৪. বরং তুমি ঘুম থেকে উঠে দেখো উঠেছে কি না তোমার বাড়ি, পাশ-বাড়ি আর পাশের পাশ-বাড়ি যদি না, তবে, জাগাতে জাগাতে ফুলিয়ে নিজ সিনা এধার যত সব স্বপ্নকে জানিয়ে দাও আড়ি। __________________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.