আমাদের কথা খুঁজে নিন

   

গেরিলা যুদ্ধ

বালিশের পাশে আমার কবিতার বই গুলো লাশের মত স্তুপ হয়ে পড়ে আছে। নিজেদের ভেতরে তারা যেন এক গোপন গেরিলা বৈঠকে বসেছে অল্টারনেটিভ আর্মিদের মত তারা রক্ত দিয়ে বানাবে তাদের গেরিলা মারনাস্ত্র প্রতিশোধ সমস্ত প্রতিরোধহীনতার জন্য , আর অবহেলার প্রতিটি বিন্দুর জন্য বিস্ফোরিত এক যুদ্ধ ওহ তাদের গেরিলা যুদ্ধের পোশাক দরকার যাতে সেই পোশাকে সজ্জিত হয়ে নিজেই নিজেকে মানবিক ভয় পায় সেই জন্য প্রেমের দিকে হাত বাড়িয়েছে যেন তার চামড়া খুলে নিয়ে সে বানাবে তার গেরিলা পোশাক বালিশের ভেতরে যে স্বপ্নরা জন্মানোর আগেই মরে গিয়েছিলো তারাও শুনছে এই গেরিলা বৈঠকের ফিসফাস যেন অজস্র নিজের ভ্রূণে জন্মানো শিশু যাদের হাতে সুর্য পরিতাজ্য রোদের কণার জ্বলজ্বল করা হীরক বোমা আর না ফোটা ফুলের কুড়ির মত মাইন চোখের পলকের মত মৃত্যু নেমে আসবে যেন এক মরা ঈগলের লাশ নেমে এলো মাটিতে জংগী বিমানের পাখায় এখন যে হত্যাযজ্ঞে ভরে উঠবে এই শুন্যতায় সে কোন ভুল রক্তপাত নয় এই হলো শিরায় শিরায় রক্তের রঙের বদল লালের বদলে সবুজ রক্ত পাচার  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।