মুরাদ বাংলাতেই আমার জন্ম,বাংলাতেই হবে শেষ। যদি পারি তো কিছু করব মায়ের জন্যে তারপর জন্মভুমির জন্য। আমি কোন লেখক না বা লেখালেখিতে আমার অভ্যাস এখন আর নেই। যাই হোক আমার লেখার মূল বিষয় মুক্তিযুদ্ধভিত্তিক ছবি গেরিলা..। ।
।
আমার সে সুভাগ্য হয়নি দেশের মাটিতে বসে বাংলা মুক্তিযুদ্ধভিত্তিক ছবি গেরিলা..দেখার। । গত রাতে ছবিটি দেখলাম,
আমি যতটুকু জানি ছবিটির পরিচালক একজন মহার বীর মুক্তিযোদ্ধা। ।
কিন্তু এ ছবির মাধ্যমে তিনি আমাদের কি ইতিহাস শিখালেন??
আমাদের বীর মুক্তিযোদ্ধারা কি রাজাকারদের হাতে এ ভাবে বলি হয়েছিলেন?
আমাদের বীর মুক্তিযোদ্ধারা কি রাজাকার আর পাকিম্তানিদের সাথে যোদ্ব করে হেরে গিয়েছিলেন?
এ ছবিটা দেখে আরও এতটা প্রশ্ন জাগলো এটা কি মুক্তিযুদ্ধভিত্তিক ছবি না রাজাতারভিত্তিক ছবি?
ছবিটিতে দেখানো হলো মুক্তিযোদ্ধা, পাকিম্তানি মেলেটারি থেকে রাজাকারদের সংখ্যা অনেক বেশি। বাম্তবে কি তাই ছিল??
পাঠক বা সামুতে যারা আছেন আমাকে কি দয়া করে একটু বুজাবেন আমি আপনাদের সাহায্য চাই. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।